সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের প্রতি শ্রদ্ধা জানিয়ে রক্তদান শিবির

0
621

ডেটলাইন দুর্গাপুরঃ সুর সাম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ। শুধু সঙ্গীত জগতের লোকজনেরাই নয়,দেশের সমস্ত স্তরের মানুষকেই শোকাহত করেছে লতা মঙ্গেশকরের এই প্রয়াণের খবর। তাই দেশজুড়ে তৈরী হয়েছে এক গভীর শোকাবহ পরিবেশ। এই অবস্থায় দুর্গাপুরের মানুষও নানাভাবেই শ্রদ্ধা জানিয়েছে সুর সম্রাজ্ঞীকে। সুর সম্রাজ্ঞীকে শ্রদ্ধা জানিয়ে দুর্গাপুরে ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের আহ্বানে মঙ্গলবার উখড়া পুরাতন সন্ন্যাসী কালীতলা ময়দানে এক ভ্রাম্যমাণ রক্তযানে স্বেচ্ছা রক্তদানের আয়োজন করেছিল উখড়া ডোনার্স ক্লাব ও সন্নাসী ৭ পূজা কমিটি। রক্তদান শিবির ছাড়াও ছিল অঙ্কন প্রতিযোগিতা। শিবিরে ৪ জন মহিলা সহ মোট ৩১জন রক্তদান করেছেন। শিবির শুরুর পূর্বে ভাবগম্ভীর পরিবেশে প্রয়াত কিংবদন্তী শিল্পী লতা মঙ্গেশকরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। শ্রদ্ধা জ্ঞাপন করেন উখড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান রীতা ঘোষ,উপপ্রধান রাজু মুখার্জি,উখরা ফাঁড়ির পুলিশ আধিকারিক নাসরিন সুলতানা, ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের রাজ্য নেতৃত্ব কবি ঘোষ ও রাজেশ পালিত, দুর্গাপুর মহকুমা হাসপাতালের চিকিৎসক ডাঃ সোমা সাহা,দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের মিতালি মজুমদার ও মৃত্যুঞ্জয় সামন্ত, উখড়া ডোনার্স ক্লাবের পাপাই দাস ও রাহুল ব্যানার্জি সহ অনান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। লতাজির জীবন ও কর্ম নিয়ে স্মৃতি চারণ করেন কবি ঘোষ। লতাজি’র স্মরণে নীরবতা পালন করা হয়। শিবির শেষে সকল রক্তদাতাদের ও আয়োজক সংগঠনের হাতে শংসাপত্র ও শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here