ডেটলাইন দুর্গাপুরঃ অর্থনৈতিকভাবে ভাবে পিছিয়ে পড়া মানুষদের নিয়ে বর্জ্য পৃথককরণ করার প্রয়োজনীয়তা ও সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার বন্ধ করার আবেদন নিয়ে আয়োজন করা হয়েছিল সচেতনতা শিবির। দুর্গাপুর সাব ডিভিশনাল স্পোর্টস এন্ড কালচারাল ক্লাব কোঅর্ডিনেশন সোসাইটির উদ্যোগে এবং স্বেচ্ছাসেবী সংগঠন সুইচ অন ফাউন্ডেশনের সহযোগিতায় রবিবার এই শিবিরটি অনুষ্ঠিত হয় মুচিপাড়া আইআইটি সংলগ্ন গোঁসাইতলা জনকল্যাণ স্টার ক্লাব প্রাঙ্গণে। এখানে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আলোচনা করেন বিশিষ্ট আইনজীবী আয়ূব আনসারী,কবি ঘোষ, ছাত্রী সোনালী রজক,বৈশাখী রুইদাস। প্রশ্নোত্তরের মাধ্যমে আলোচনাসভাটি প্রাণবন্ত হয়ে উঠেছিল।পচনশীল ও অপচনশীল বর্জ্য আলাদা আলাদা বালতি রাখার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করা হয়। গোঁসাইতলা জনকল্যাণ স্টার ক্লাবের পক্ষ থেকে লিটন খান অনুষ্ঠানে উপস্থিত সকলকে অভিনন্দান জানান।