ডেটলাইন দিল্লিঃ ২৫ ডিসেম্বর বাজপেয়ীর ৯৩ তম জন্মদিন। তাঁর জন্মদিনেই ভারত সরকার বাজপেয়ীর ছবি সংবলিত ১০০ টাকার কয়েন প্রকাশ করতে চলেছে। শুরুতে ৩৫টি কয়েন বাজারে ছাড়া হবে বলে জানা গেছে। পরে এই সংখ্যা বাড়ানো হবে। অর্থ মন্ত্রক সূত্রে জানা গেছে, বাজপেয়ীর নামে এই কয়েনের ৫০ শতাংশ রুপোর থাকবে। বাকি ৪০ শতাংশ তামা ও ৫ শতাংশ করে নিকেল ও দস্তা থাকবে। এই কয়েনের ওজন হবে ১৩৫ গ্রাম। উল্লেখ্য,চলতি বছরেই ১৬ অগস্ট ৯৩ বছর বয়সে প্রয়াত হয়েছেন দেশের তিনবারের প্রধানমন্ত্রী হওয়া অটলবিহারী বাজপেয়ী। প্রথমবার ১৯৯৬ সালে ১৩ দিনের জন্য প্রধানমন্ত্রী হয়েছিলেন তিনি। এরপর ১৯৯৮ সালে ১৩ মাসের জন্য প্রধানমন্ত্রী হন। সব শেষে ১৯৯৯ সাল থেকে পুরো ৫ বছরের জন্য প্রধানমন্ত্রী পদে ছিলেন তিনি। সেই সময় তাঁর বিভিন্ন পদক্ষেপ রীতিমতো দেশবাসীর প্রশংসা অর্জন করে। তাঁকে শ্রদ্ধা জানানোর উদ্দেশেই তার ছবি দেওয়া ১০০ টাকার কয়েন বাজারে ছাড়ছে ভারত সরকার।