ডেট লাইন দুর্গাপুর: পরিবেশ রক্ষার আবেদন নিয়ে
রবিবার দুর্গাপুর জুড়ে একযোগে ১২ টি সাইকেল র্যালী হয়ে গেল। এই কর্মসূচিতে ১৪৫৯ জন ছাত্র ছাত্রী ও যুবক যুবতী অংশগ্রহণ করে। উল্লেখ্য, ২৭ আগস্ট সারা পৃথিবী জুড়ে ৫০০টি স্বেচ্ছাসেবী সংস্থা ৩০০টি শহরে G20 সদস্য দেশগুলির সম্মিলিত আহ্বানে “ক্লিন এয়ার”-শীর্ষক সাইকেল র্যালির আয়োজন করে। তারই অঙ্গ হিসেবে দুর্গাপুর সাব ডিভিশনাল স্পোর্টস এন্ড কালচারাল ক্লাবস কোঅর্ডিনেশন সোসাইটি এবং সুইচ অন ফাউন্ডেশন এর উদ্যোগে এবং নেহেরু যুব কেন্দ্র পশ্চিম বর্ধমান,প্রয়াস লাউদোহা,দি মিশন পান্ডবেশ্বর, একবিন্দু কাঁকসা,জেমুয়া ভাদুবালা বিদ্যাপীঠ, সগড়ভাঙ্গা হাইস্কুল রাইরানী গার্লস হাই স্কুল,অঙ্গদপুর হাইস্কুল,বেনাচিতি নেতাজি হিন্দি হাই স্কুল,ধান্ডাবাগ হিন্দি স্কুল সহ বহু সামাজিক প্রতিষ্ঠান, ক্লাব, স্বেচ্ছাসেবী সংগঠন এর সহযোগিতায় পরিবেশ রক্ষার অঙ্গীকার নিয়ে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর মহকুমায় ১২টি র্যালী অনুষ্ঠিত হয়েছে। এই সাইকেল র্যালীর মূল আবেদন ছিল – আসুন বিশ্বকে বাঁচাই,সবার স্বাস্থ্য রক্ষার জন্য বিশুদ্ধ বাতাসের জন্য বেশি করে গাছ লাগান,জল সহ প্রাকৃতিক সম্পদ রক্ষা করুন। সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার বন্ধ করুন এবং বায়ু দূষণ প্রতিরোধ করুন। সাইকেল র্যালীর স্থানগুলি ছিল – ইস্পাত নগরী ডিএসপি নেহরু স্টেডিয়াম থেকে রবীন্দ্রভবন। এখানে ২৫৯ জন অংশ নিয়েছে। উদ্বোধন করেন রক্তদান ও পরিবেশ আন্দোলনের নেতা কবি ঘোষ। উপস্থিত ছিলেন সুইচ অন ফাউন্ডেশন এর অঙ্কিতা চক্রবর্তী ও সোমা রায় সহ অনান্য ব্যক্তি বর্গ। জেমুয়া স্কুল থেকে মামরা বাজার পর্যন্ত ১৭০ জন অংশ নিয়েছে। উদ্বোধন করেন জেমুয়া ভাদুবালা বিদ্যাপীঠ এর প্রধান শিক্ষক জইনুল হক। উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী ও দুর্গাপুর সাব ডিভিশনাল স্পোর্টস এন্ড কালচারাল ক্লাবস কোঅর্ডিনেশন সোসাইটির সভাপতি আয়ূব আনসারী সহ অনান্য ব্যক্তিবর্গ। দুর্গাপুর সরকারি কলেজ থেকে বিধান নগর সেক্টর 2C র্যালীতে ২৫০ জন অংশ নিয়েছে। উদ্বোধন করেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ উদয়ন চৌধুরী। সাগরভাঙ্গা স্কুল থেকে রাইরানি গার্লস হাই স্কুল র্যালীতে ১০৪জন অংশ নিয়েছে। উদ্বোধন করেন সগড়ভাঙ্গা হাইস্কুলের প্রধান শিক্ষক রাজীব চ্যাটার্জি ও রাইরানী গার্লস হাই স্কুলে প্রধান শিক্ষিকা বিপাসা নায়েক। উপস্থিত ছিলেন রক্তদান আন্দোলনের নেতৃত্ব রাজেশ পালিত সহ অনান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। শ্যামপুর মোড় থেকে নডিহা গ্রাম র্যালীতে ৪২ জন অংশ নিয়েছে। উদ্বোধন করেন পরিবেশ আন্দোলনের নেতৃত্ব মধুসূদন ঘটক। বিহারপুর থেকে নডিহা গ্রাম। ৫৪ জন অংশ নিয়েছে। উদ্বোধন করেন পরিবেশ আন্দোলনের কর্মী নির্মল কেশ। DTPS IC থেকে রাতুরিয়া হাউজি এ ১০৩ জন অংশ নিয়েছে। উদ্বোধন করেন DTPS ফাড়ির পুলিশ আধিকারিক । উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী রঞ্জন ব্যানার্জি, অরবিন্দ মাজি, ষষ্ঠী বাউরী,দেবাশীষ প্রধান সহ অনান্য ব্যক্তিবর্গ। পলাসডিহা ডা: বি সি রায় এর মূর্তির পাদদেশ থেকে গান্ধী মোড় হয়ে ডিএমসি মোড়, সিটি সেন্টার বাস স্ট্যান্ড ৩৩জন অংশ নিয়েছে। উদ্বোধন করেন শিক্ষক ও আদিবাসী সংগঠনের নেতৃত্ব সইলোমান মান্ডি। উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক মৃত্যুঞ্জয় সামন্ত, পাপিয়া পাল সহ অনান্যরা। লাউদোহা থানা থেকে কালিপুর বাস স্ট্যান্ড ১৩৬ জন অংশ নিয়েছে। উদ্বোধন করেন লাউদোহা থানার আধিকারিক স্বপন নন্দী। উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম এর সম্পাদক সুজন চক্রবর্তী সহ অন্য ব্যক্তিবর্গ। পান্ডবেশ্বর মহাল থেকে ইসিএলএরিয়া অফিস। ১০৯ জন অংশ নিয়েছে। উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবী মাধব ঘোষ। বিকাল৪টা-প্রান্তিকা থেকে বেনাচিতি ভিরিঙ্গি ১০৭ জন অংশ নিয়েছে। উদ্বোধন করেন ক্ষুদিরাম কিশোর বাহিনীর নেতৃত্ব শম্পা দে। উপস্থিত ছিলেন সুলতা দাস,গৌরাঙ্গ বিশ্বাস, শোভা বিশ্বাস। বিকেল৫টা- গোপালপুর পশ্চিম পাড়া থেকে উত্তর পাড়া কাকসা ৯২জন অংশ নিয়েছে। উদ্বোধন করেন একবিন্দু কাঁকসার সম্পাদক সংগ্রাম মুখার্জি ও শিক্ষক নবেন্দু মুখার্জি। প্রতিটি র্যালীকে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এর পাইলট ও ট্রাফিক পুলিশ তত্বাবধানে সহায়তা করছে।একদিনে সারা দুর্গাপুর মহকুমা জুড়ে মহাসমারোহে সাইকেল র্যালীতে যারা অংশ নিয়েছে তাদের সকলকে নেহেরু যুব কেন্দ্র দুর্গাপুর এর ডেপুটি ডাইরেক্টর প্রদীপ কুমার সাহা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।