আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রক্তদান শিবির

0
568

ডেট লাইন দুর্গাপুর: আজ থেকে প্রায় ৭০ বছর আগে শুধু মাত্র মাতৃ ভাষা বাঁচানোর জন্য প্রাণ দিয়ে লড়াই করতে হযেছিল। সেটা ছিল আজকের বাংলাদেশে। কিন্তু নিজের ভাষার অস্তিত্ব রক্ষার সেই সংগ্রাম পথ দেখিয়ে ছিল সারা বিশ্বকে। সেই থেকে প্রতি বছর ২১ ফেব্রুয়ারি দেশে বিদেশে পালিত হয়ে আসছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এদিন দুর্গাপুরে ও মহকুমা তথ্য ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে দিনটি উদযাপন করা হয়। এই উপলক্ষে মহকুমা জুড়ে আজ ৫টি রক্তদান শিবির অনুষ্ঠিত হলো।সংগৃহীত হয়েছে ১৩৩ ইউনিট রক্ত। এগুলো হল – উদয়নগর রিক্রিয়েশন ক্লাব,দুর্গাপুর-৩ এর উদ্যোগে আয়োজিত শিবিরে ৮জন মহিলা সহ মোট ৩২ জন রক্তদান করেছেন। দুর্গাপুর মহকুমা হাসপাতাল ব্লাড সেন্টার রক্ত সংগ্রহ করেছে। দেশবন্ধুনগর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে ১ জন মহিলা সহ ২৯ রক্তদান করেছেন। দুর্গাপুর মহকুমা হাসপাতাল ব্লাড সেন্টার রক্ত করেছে। দুর্গাপুর ইয়ংমেন্স এসোসিয়েশন, ডিপিএল,দুর্গাপুর -২ তে অনুষ্ঠিত শিবিরে ৮ জন মহিলা সহ মোট ৩৫ জন রক্তদান করেছেন। বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতাল ব্লাড সেন্টার রক্ত সংগ্রহ করেছে। ইউথ ফর ইউ অন্ডাল এর উদ্যোগে অনুষ্ঠি কিত শিবিরে ১ জন মহিলা সহ মোট ২৩ জন রক্তদান করেছেন। আসানসোল জেলা হাসপাতাল ব্লাড সেন্টার রক্ত সংগ্রহ করেছে। সরপী ভিলেজ স্পোর্টস এন্ড কালচারাল এর উদ্যোগে কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত শিবিরে ১ জন মহিলা সহ মোট ১৯ জন রক্তদান করেছেন। আসানসোল জেলা হাসপাতাল ব্লাড সেন্টার রক্ত সংগ্রহ করেছে। দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম এর সাধারণ সম্পাদক কবি ঘোষ সকল রক্তদাতা,আয়োজক সংগঠন এবং মেডিকেল টীম সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম এই সব শিবির গুলি পরিচালনা করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here