পুলিশের উদ্যোগে দুর্গাপুরে পালিত বিশ্ব মাদকবিরোধী দিবস

0
986

ডেটলাইন দুর্গাপুরঃ  ১৯৮৭ সালের ২৬ জুন থেকে রাষ্ট্রসংঘের নির্দেশে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে। বর্তমানে রাষ্ট্রসংঘের অগ্রাধিকার তালিকার অন্যতম বিষয় মাদক সমস্যা। চুরি, ডাকাতি, ছিনতাই, তোলাবাজিসহ বিভিন্ন অপরাধের পেছনে মাদকের অবৈধ ব্যবসা ও অপব্যবহার অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে। মাদকাসক্তদের মধ্যে প্রায় ৮০ শতাংশই তরুণ-যুব সম্প্রদায়। তাই এই দিনটি বিশেষভাবে প্রতি বছর বিশ্বজুড়ে পালিত হয়। রাজ্যের অন্যান্য জায়গার সঙ্গে আজ দুর্গাপুরেও দিনটি পালিত হয়। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে দুর্গাপুর থানা, কোকওভেন থানা ও নিউটাউনশিপ থানার উদ্যোগে এই উপলক্ষে একটি পদযাত্রা বের করা হয়। পদযাত্রাটি গান্ধীমোড় সংলগ্ন রিকল পার্ক থেকে বেরিয়ে সিটি সেন্টারের বিভিন্ন এলাকা পরিক্রমা করে সৃজনী প্রেক্ষাগৃহে শেষ হয়। সৃজনী প্রেক্ষাগৃহে আলোচনা ও একটি মাদক বিরোধী নাটক মঞ্চস্থ করা হয়। এদিনের কর্মসূচীতে অংশ নেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি(পূর্ব) অভিষেক মোদি, এসিপি(পূর্ব) বিমলকুমার মন্ডল, দুর্গাপুর থানার ওসি গৌতম তালুকদার, কোকওভেন থানার ওসি সন্দীপ দাস, নিউটাউনশিপ থানার আধিকারিক দীনেশ মন্ডল এবং পুলিশকর্মীরাও। এছাড়াও দুর্গাপুরের মেয়র দিলীপ অগস্থি, মেয়র পারিষদগণ এবং স্কুলের ছাত্রছাত্রীরাও পদযাত্রায় সামিল হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here