মুম্বইয়ে ফের নিজের ফ্ল্যাটে আত্মঘাতী অভিনেতা

0
696

ডেটলাইন ওয়েব ডেস্কঃ সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্যের এখনও তদন্ত চলছে। তার মধ্যেই আবারও মুম্বইয়ের আন্ধেরিতে নিজের ফ্ল্যাটে আত্মঘাতী হলেন অভিনেতা অক্ষত উৎকর্ষ (২৬)। ঘটনা চক্রে তাঁর বাড়িও বিহারে। বেশ কিছু টেলি সিরিয়ালেই অভিনয় করতেন তিনি।তবে লক ডাউনের সময় থেকে তাঁর হাতে  কোন কাজ ছিল না। আর্থিক সমস্যায় ছিলেন এবং সেই কারনেই অবসাদে তিনি আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের। ময়নাতদন্তের পর অক্ষতের দেহ তাঁর পরিজনদের হাতে তুলে দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। আর তারপরেই তাঁর পরিবারের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে যে অক্ষতকে খুন করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গেছে, লখনউয়ে এমবিএ পড়তে এসেছিলেন উৎকর্ষ। সেখান থেকে ভোজপুরী সিনেমায় অভিনয়ের জন্য তিনি মুম্বইতে এসেছিলেন। মুজফফপুরের সিকন্দরপুর এলাকায় বাসিন্দা এই উঠতি অভিনেতার বাবার নাম রাজু চৌধুরী। গত দুই বছর ধরে মুম্বইয়ে ছিলেন উৎকর্ষ। সেখানে আন্ধেরি ওয়েস্টে সুরেশ নগরে স্নেহা চৌহান নামে এক উঠতি অভিনেত্রীর সঙ্গে ভাড়ার একটি ফ্ল্যাটে থাকতেন। তাঁরা লিভ-ইন সম্পর্কে ছিলেন বলে জানা গেছে। স্নেহা চৌহান নামের ওই রুমমেট পুলিশকে জানিয়েছেন,রবিবার অন্যান্য দিনের মতোই স্বাভাবিক ছিলেন অক্ষত। তাঁরা একসঙ্গে গল্প করেছেন, ডিনার করেছেন। তারপর আলাদা ঘরে শুতে গিয়েছিলেন। রাত সাড়ে ১১টা নাগাদ তিনি বাথরুমে যাওয়ার সময় অক্ষতকে ঝুলন্ত অবস্থায় নিজের ঘরে দেখতে পান। সঙ্গে সঙ্গে তিনি পুলিশকে ফোন করেন। পুলিশ এসে তাঁকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে জানান। অক্ষত ভোজপুরী ইন্ডাস্ট্রিতে বেশকিছু কাজ করেছেন। বলিউডে কাজের খোঁজ করছিলেন। কয়েকটি কাজও তাঁর হাতে এসেছিল বলে জানা গেছে। অক্ষতের রুমমেট স্নেহা ছাড়াও আকাঙ্খা দুবে নামে দ্বিতীয় এক তরুণীর সঙ্গেও অক্ষতের সম্পর্ক ছিল বলে অভিনেতার পরিবার সূত্রে জানা গেছে। এমবিএ পড়ার সময় সহপাঠিনী আকাঙ্খার সঙ্গে অক্ষতের বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে বলে জানা গেছে। সব মিলিয়ে এই উঠতি অভিনেতার মৃত্যু ঘিরেও রহস্যের সৃষ্টি হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here