ঘরে ঢুকে পড়ল ডাম্পার,ঘুমন্ত অবস্থায় মৃত্যু চার ভাইয়ের

0
931

ডেটলাইন রানীগঞ্জঃ ডাম্পারের ধাক্কায় মৃতু হল চারজনের।  মৃতদের নাম রোহিত কুমার (১৯), সুরজ কুমার (১৮), সতীশ কুমার(১২), শিশু কুমার (১৪)। রোহিত, সুরজ আর সতীশ নিজেরা তিনভাই। শিশু তাদের খুড়তুতো ভাই ছিল। ঘটনাটি ঘটেছে ভোররাতে ৬০ নম্বর জাতীয় সড়কের ধারে রানিগঞ্জের আমরাসোঁতা গ্রামে। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা মৃতদেহ গুলো উদ্ধার করে জেলা হাসপাতালে পাঠায়। জানা যায়,গতকাল মাঝরাত নাগাদ একটি পাথর বোঝাই ডাম্পার বীরভূমের পাঁচামি থেকে রানীগঞ্জের দিকে আসছিল। আমরাসোঁতা  গ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পারটি উলটে যায়। রাস্তার পাশেই অবস্থিত একটি ঝুপড়ি বাড়িতে নিয়ন্ত্রন হারিয়ে ঢুকে যায় ডাম্পারটি। সেসময় ঘরের মধ্যে চারভাই ঘুমিয়ে ছিল।  ঘুমের ঘোড়েই চার জনের মর্মান্তিক মৃত্যু হয়।  ঘটনায় শোকের ছায়া নেমে আসে এলাকায়। ঘটনার পর ডাম্পারের চালক গা ঢাকা দিলেও পুলিশ খালাসিকে আটক করে। আজ সকালে ঘটনার প্রতিবাদে এলাকাবাসী ৬০নং জাতীয় সড়ক অবরোধ করে দীর্ঘক্ষন বিক্ষোভ দেখায়। তারা ডাম্পার চলাচলে নিয়ন্ত্রনের দাবি তুলেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here