ডেটলাইন দুর্গাপুরঃ রাজ্যে পথ দুর্ঘটনার সংখ্যা কমাতে এবং গাড়ি চালক ও পথচারীদের মধ্যে পথ নিরাপত্তা নিয়ে সচেতনতা বাড়াতে ২০১৬ সালে ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ প্রকল্প চালু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকেই সারা বছর রাজ্যজুড়ে এই কর্মসূচি পালন করে আসছে পুলিশ বিভাগ। পশ্চিম বর্ধমান জেলায় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার এর অধীন থানা ফাঁড়ি গুলিও সারা বছর বিভিন্ন সময়ে পথ নিরাপত্তা নিয়ে প্রচার করে থাকে। এই কর্মসূচিতে বিশেষ ভূমিকা নিয়ে চলেছে দুর্গাপুর মুচিপাড়া ট্রাফিক গার্ড। মঙ্গলবার থেকে শুরু হয়েছে সেফ ড্রাইভ সেভ লাইফের বিশেষ কর্মসূচি। রাজ্যের প্রতিটি প্রান্তের পাশাপাশি মুচিপাড়া ট্রাফিক গার্ডের পক্ষ থেকে এদিন সগড়ভাঙা এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। গাড়ির চালককে হেলমেট পড়ার বার্তা দেওয়া হয়। ট্রাফিক সিগন্যাল দেখে রাস্তা পারাপারের বার্তা দেওয়া হয়। কর্মসূচিতে অংশ নেয় বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা। তাদের হাতে ছিল পথ নিরাপত্তা বিষয়ে নানা বার্তা দেওয়া পোস্টার। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ডেপুটি কমিশনার প্রদীপ মন্ডল, এসিপি ট্রাফিক (৩) রাজ কুমার মালাকার, ওসি মুচিপাড়া ট্রাফিক সতীনাথ শীল, ওসি দুর্গাপুর ট্রাফিক গার্ড সন্দীপ সোম, ওসি সাব ট্রাফিক আমিনুর রহমান সহ ট্রাফিক আধিকারিকরা।
