বৃক্ষরোপন কর্মসূচীর মাধ্যমে পরিবেশ দিবস পালন কোক ওভেন থানার

0
112

ডেটলাইন দুর্গাপুর,৫ জুনঃ  জলবায়ু, পরিবেশ এবং মানুষ একে অপরের সঙ্গে নিবিড় ভাবে যুক্ত। প্রত্যেকটি জীব প্রজাতির মধ্যে রয়েছে অত্যন্ত নিবিড় পারস্পরিক সম্পর্ক। মানুষ তার দৈনিন্দন জীবনের প্রায় সব কিছুই পায় পরিবেশ থেকে। আবার মানুষই নিজেদের প্রয়োজনে ক্ষতি করে পরিবেশের। মানুষ যতই আধুনিক জীবন যাপনে অভ্যস্ত হচ্ছে, পরিবেশের উপরে ততই চাপ পড়ছে। ক্ষতি হচ্ছে পরিবেশের ভারসাম্যের। তাই নানা ভাবে আমরা প্রাকৃতিক দুর্যোগের শিকার হচ্ছি। এই পরিস্থিতিতে পরিবেশকে রক্ষা না করলে মানুষ সুস্থভাবে বেঁচে থাকতে পারবে না। এই লক্ষ্যেই ১৯৭৪ সাল থেকে প্রতি বছর ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়ে আসছে। এই সুন্দর পৃথিবীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল পর্যাপ্ত বৃক্ষরোপণ। বন জঙ্গল কেটে যত বেশি বসতি বা কারখানা তৈরি হচ্ছে ততই ক্ষতি হচ্ছে আমাদের পরিবেশের। গাছ যত কমছে সমস্যা ততই বাড়ছে। সেটা দুষিত বায়ুর সমস্যা হোক কিংবা মেঘ-বৃষ্টি না হওয়ার সমস্যা। আর সেকারনেই বৃক্ষরোপণের প্রয়োজনীয়তাও বৃদ্ধি পাচ্ছে। সরকারীভাবে প্রায় সারা বছরই বৃক্ষরোপণ প্রকল্প নেওয়া হয়। গাছ লাগাতে মানুষকে অনুপ্রাণিত করতে প্রচারও চালানো হয়। গাছ লাগানো বর্তমান সময়ে খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ।

সেদিকে লক্ষ্য রেখেই আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকেও সারা বছর পরিবেশ সুরক্ষার একাধিক কর্মসূচী পালন করা হয়। তারই অঙ্গ হিসেবে এবারও বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করল কোকওভেন থানা। এদিন স্থানীয় এলাকায় শতাধিক গাছের চারা লাগানো হয়। এদিন থানা চত্বরে এক অনুষ্ঠানের মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি সুবীর রায়, সিআই বিকাদার সান্যাল সহ অন্যান্য আধিকারিক এবং বিভিন্ন স্কুলের শিক্ষক ও ছাত্রছাত্রীরা। এসিপি সুবীর রায় খুব সুন্দরভাবে এই দিনের উদ্দেশ্য তার বক্তব্যে তুলে ধরেন। তিনি বলেন, আমরা যেমন আমাদের জন্মদিন উদযাপন করি, ঠিক তেমনই আজ গাছ লাগিয়ে জন্মদিন উদযাপন করা হচ্ছে। আমাদের প্রতিজ্ঞা করতে হবে যে, আমাদের জন্মদিন হোক বা কোনও মহাপুরুষের জন্মদিন, আমরা অন্তত একটি করে গাছ লাগাবো এবং তার যত্ন নেব। সেই সঙ্গে তিনি আরও বলেন, যদি দেখা যায় কোথাও গাছ কাটা হচ্ছে তাহলে আমাদের তা জানাতে হবে, আমরা সেখানে পৌঁছে অপরাধীদের গ্রেপ্তার করব যাতে কেউ গাছ কাটতে না পারে।উল্লেখ্য, এদিনের অনুষ্ঠানে থানা সংলগ্ন এলাকায় ১৫০ টিরও বেশি চারা গাছ রোপন করেন থানার আধিকারিকরা,পুলিশকর্মী এবং উপস্থিত শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের মধ্যে চারা গাছ বিতরণ করা হয়। পরিবেশ রক্ষায় বৃক্ষ রোপন কতখানি গুরুত্বপূর্ণ সেই বার্তা সাধারন মানুষের মধ্যে পৌঁছে দেওয়াই এই কর্মসূচীর উদ্দেশ্য বলে জানান কোকওভেন থানার অফিসার ইনচার্জ মইনুল হক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here