কোক ওভেন থানায় রক্তদান শিবির ও কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা

0
100

ডেটলাইন দুর্গাপুর,২৫ মেঃ বিগত বছরগুলির মতো এবছরও গ্রীষ্মকালীন সময়ে রক্তের সংকট নিরসনের লক্ষ্যে বিভিন্ন থানার উদ্যোগে ধারাবাহিকভাবে স্বেচ্ছা রক্তদান কর্মসূচীর আয়োজন চলছে।

এদিন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অধীনস্থ কোক ওভেন থানার উদ্যোগে ডিপিএল কলোনীর শ্রেয়সী হলে ‘উৎসর্গ’নামাঙ্কিত কর্মসূচীর আওতায় রক্তদান শিবিরে ৪ জন মহিলা সহ মোট ৮৯ জন রক্তদান করেছেন।

পুলিশ কর্মচারী ও সিভিক ভলেন্টিয়ার সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ও ক্লাবের সদস্যরাও স্বেচ্ছায় রক্তদান করেছেন। শিবির পরিচালনায় সাহায্য করেছেন দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের স্বেচ্ছাসেবীরা এবং রক্ত সংগ্রহ করেছে দুর্গাপুর মহকুমা হাসপাতাল ব্লাড সেন্টার

শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার,দুর্গাপুর নগর নিগমের মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখার্জী,এডিডিএ চেয়ারম্যান কবি দত্ত,এসিপি (দুর্গাপুর পূর্ব) সুবীর রায়,আইনজীবী আইয়ুব আনসারী প্রমূখ। কোকওভেন থানার ভারপ্রাপ্ত অফিসার মইনুল হক সকল রক্তদাতা ও অতিথিদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

উল্লেখ্য, এদিন একইসঙ্গে বিনামূল্যে একটি স্বাস্থ্য পরীক্ষার শিবিরের আয়োজন করার সঙ্গে

কোক ওভেন থানা এলাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনাও জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here