শ্রমিক সংগঠন গুলির ডাকে ২০ মে দেশ জুড়ে ধর্মঘট

0
183

সংবাদদাতা, দুর্গাপুর:  ১০টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকে ২০ মে দেশ জুড়ে সাধারণ ধর্মঘট। ইউনিয়ন গুলির পক্ষে জানানো হয়েছে, আইন করে শ্রমিকদের নূন্যতম অধিকার কেড়ে নেওয়ার বিরুদ্ধে, রাষ্ট্রায়ত্ত সংস্থা ব্যক্তিগত মালিকের হাতে হাতে তুলে দেওয়ার বিরুদ্ধে, কৃষকদের লাগাতার বঞ্চনার বিরুদ্ধে, দেশ জুড়ে বিপুল বেকারত্বের বিরুদ্ধে, শিক্ষা শেষে কর্ম সংস্থানের দাবিতে, ধর্মীয় সংঘাত জিইয়ে রেখে দেশের যুবক যুবতীদের অন্ধকার ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়ার বিরুদ্ধে ২০ মে দেশ জুড়ে এই ধর্মঘট ডাকা হয়েছে। ধর্মঘটে সামিল হচ্ছে আই এন টি ইউ সি, সিটু, এ আই টি ইউ সি, এইচ এম এস, এ আই ইউ টি ইউ সি, টি ইউ সি সি সহ দেশের ১০ টি কেন্দ্রীয় শ্রমিক সংগঠন। সেই ধর্মঘটের আগে নিয়ম মতো সোমবার ডিএসপি তে স্ট্রাইক নোটিশ দিল আই এন টি ইউ সি অনুমোদিত হিন্দুস্থান স্টিল ওয়ার্কার্স ইউনিয়ন। এদিন দুর্গাপুর স্টিল প্ল্যান্টের  ডিআইসি ও ইডি(ওয়ার্কস) কার্যালয়ে একযোগে স্ট্রাইক নোটিশ দেয় হিন্দুস্থান স্টিল ওয়ার্কাস ইউনিয়ন । সংগঠনের সদস্যরা  মিছিল করে এসে ইডি ( ওয়ার্কস) কার্যালয়ের সামনে জমায়েত হন। সেখানে সংগঠনের সাধারণ সম্পাদক ( আহ্বায়ক) রজত দীক্ষিত বলেন, শ্রমিক বিরোধী শ্রম কোড বাতিল, লাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা গুলো কে বেসরকারিকরণের প্রতিবাদে,ঠিকা শ্রমিকদের নূন্যতম মজুরি বৃদ্ধি সহ মোট ১৭ দফা দাবি তে এই নোটিস দেওয়া হয়। একই সঙ্গে আগামী ২০ তারিখ দেশ জুড়ে একদিনের ধর্মঘট সফল করারও আহ্বান জানিয়েছেন তিনি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি রাণা সরকার, যুগ্ম সম্পাদক রীপা দাস চৌধুরী, অসীম মোশান, রবীন গাঙ্গুলী, উৎপল দে, সঞ্জীব ঘোষ, সজল মুখার্জী, সমীর রায় প্রমুখ। পরে এক প্রতিনিধি দল ইডি ( ওয়ার্কস) ডা. কে রাম কৃষণ কে স্ট্রাইক নোটিশ দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here