ডেটলাইন বেঙ্গালুরু: গোয়া, মণিপুর, মেঘালয়ে একের পর এক রাজ্যে বিজেপি সংখ্যালঘু হয়েও বিভিন্ন দলের সঙ্গে একজোট হয়ে অথবা বিধায়ক ভাঙিয়ে সরকার গড়ে ফেলেছে সাম্প্রতিক অতীতে। কর্ণাটকেও সেই ট্র্যাডিশনই বজায় থাকল। কর্ণাটকে গরিষ্ঠতা পেতে হলে ১১২টি আসন পেতে হবে। বিজেপি পেয়েছে ১০৪টি। গরিষ্ঠতা প্রমাণ করার জন্য বিজেপিকে আরও ৮ জন বিধায়কের সমর্থন জোগাড় করতে হবে। অন্যদিকে কংগ্রেস ও জনতা দলের জোটের কাছে ১১৮ জন বিধায়ক থাকা সত্ত্বেও রাজ্যপাল তাদের ডাকেননি। এনিয়ে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। আর এই বিতর্কের মধ্যেই আজ তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন বি এস ইয়েদুরাপ্পা। বেঙ্গালুরুর গ্লাস হাউসে তাঁকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল বাজু ভাই বালা। তিনি ছাড়াও উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেন সিরামুলু৷ উল্লেখ্য,ইয়েদুরাপ্পা আগেও দুবার মুখ্যমন্ত্রীর পদে বসেছিলেন৷ কিন্তু রাজনৈতিক অচলাবস্থার কারনে দুবারই পুরো পাঁচ বছরের মেয়াদ তিনি শেষ করতে পারেননি। প্রথম বারের মেয়াদ তো ছিল মাত্র সাত দিন। যাই হোক তিনি তৃতীয়বার মুখ্যমন্ত্রী হলেও আগের সেই আশঙ্কা কিন্তু থেকেই যাচ্ছে। এখন দেখার আগামী দিনগুলিতে দক্ষিণের এই রাজ্যের রাজনীতি কোন নতুন চমক দিতে পারে কিনা।