ডেটলাইন দুর্গাপুরঃ শহরের বিভিন্ন এলাকায় রাস্তায় বের হওয়া মহিলাদের গলা ও কান থেকে সোনার হার ও দুল ছিনতাইয়ের ঘটনা বাড়তে থাকায় স্বাভাবিকভাবেই তৎপর হয়ে ওঠে পুলিশ। অবশেষে এক্ষেত্রে এক বড় ধরনের সাফল্য পেল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের দুর্গাপুরের কোক ওভেন থানার পুলিশ। জানা গেছে, বুধবার বিকেলের দিকে ডিপিএল কলোনি এলাকায় নাম্বার প্লেটহীন গাড়িতে দুজন সন্দেহজনক ব্যক্তিকে দেখে কোক ওভেন থানার পুলিশ তাদেরকে জেরা শুরু করে। পুলিশ দেখেই তারা সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের পিছু ধাওয়া করে এবং একজনকে ধরে ফেলে। অন্যজন তখন পালিয়ে যায়। পুলিশের জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি স্বীকার করে ওই এলাকায় মহিলাদের সোনার হার ছিনতাই করাই তাদের উদ্দেশ্য ছিল। এরপর তাকে জেরা করেই পুলিশ বোলপুর থেকে এই চক্রের আর একজনকে গ্রেফতার করেছে। ওই দুই দুষ্কৃতীর একজন লক্ষ্মী সাহানি (৫০)। সে অনেক দিনের দাগি আসামি। তার বিরুদ্ধে চুরি,ছিনতাই,ডাকাতির অভিযোগ রয়েছে। এর নামে দুর্গাপুর সাব ডিভিশনে বিভিন্ন থানায় একাধিক কেস রয়েছে। সে বোলপুরের বাসিন্দা। অপরজন মনিরুল মিদ্দা (৪০)। সে বড়জোড়ার বাসিন্দা। তার নামেও বিভিন্ন থানায় অভিযোগ রয়েছে। এদের আজ দুর্গাপুর আদালতে তোলা হলে তাদের জামিন নাকচ হয়। পুলিশ এদের ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন করলেও বিচারক ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। এখন এদের জিঙ্গাসাবাদ করে এই চক্রের সঙ্গে আর কারা জড়িতে তার তদন্ত করছে পুলিশ।
