ডেটলাইন দুর্গাপুর,২৭ সেপ্টেম্বরঃ প্রকৃতি রক্ষা ও পরিবেশ দূষণ রোধ সহ বর্জ্যমুক্ত দেশ গড়ার আবেদন নিয়ে দুর্গাপুর নগর নিগমের তত্ত্বাবধানে এবং দুর্গাপুর সাব ডিভিশনাল স্পোর্টস এন্ড কালাচারাল ক্লাবস কোঅর্ডিনেশন সোসাইটি,ইন্ডিয়া ক্লিন নেটওয়ার্ক ও আসার এর সহযোগিতায় ২৬ ও ২৭ দুদিন ধরে সন্ধ্যা ৬টা থেকে রাত্রি ৮টা পর্যন্ত দুর্গাপুরের ২টি প্রান্তে যথাক্রমে রাতুরিয়া হাউসিং কলোনীতে এবং শ্যামপুর ট্রাক ওনার্স এসোসিয়েশন হলে জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয়। আলোচক ছিলেন বিজড়া হাইস্কুলের প্রধান শিক্ষক কাজী নিজামুদ্দীন, সিএমইআরআইয়ের প্রাক্তন প্রিন্সিপাল বিজ্ঞানী ড: বিশ্বজিৎ রুজ,বিজ্ঞান আন্দোলনের নেতা রামপ্রণয় গাঙ্গুলী এবং পরিবেশ কর্মী কবি ঘোষ। মোট ৫২ জন এখানে অংশ নিয়েছিলেন। মহিলাদের ভালো উপস্থিতি ছিল। দুর্গাপুর নগর নিগমের পক্ষে অদিতি চট্টোপাধ্যায়,দুর্গাপুর সাব ডিভিশনাল স্পোর্টস এন্ড কালাচারাল ক্লাবস কো অর্ডিনেশন সোসাইটির পক্ষে রাজেশ পালিত ও পূবালী শ্যামপুরে ট্রাক ওনার্স এসোসিয়েশন এর তরফে সকলকে শুভেচ্ছা জানানো হয়। আলোচকরা জানান,আমাদের জীবন থেকে বায়ু দূষণ কমাতে এবং দূর করার জন্য সার্বিক উদ্যোগ জরুরী। এছাড়াও বর্জ্যমুক্তির উপায় বিষয়ে পরিবেশের ৫টি গ্রুরুত্বপূর্ণ দিকগুলি তারা তুলে ধরেন। এগুলি হল- অপ্রয়োজনীয় আইটেম,বিশেষ করে একক-ব্যবহারের প্লাস্টিক প্রত্যাখ্যান করে ব্যবহার হ্রাস করা। প্রচুর পরিমাণে কেনা, ন্যূনতম প্যাকেজিং সহ পণ্যগুলি বেছে নেওয়া এবং পুনরায় ব্যবহারযোগ্য আইটেম ব্যবহার করে বর্জ্য হ্রাস করা। আইটেমগুলি পুনঃব্যবহারের সৃজনশীল উপায়গুলি খোঁজা,যেমন পুরানো বয়ামকে প্লান্টারে পরিণত করা বা কাপড়ের ব্যাগ ব্যবহার করা। স্থানীয় নির্দেশিকা অনুসরণ করে পুনর্ব্যবহারযোগ্য উপকরণ সঠিকভাবে নিষ্পত্তি করা। প্রাকৃতিক বাসস্থান পুনরুদ্ধার করা,সম্পদ সংরক্ষণ করা এবং টেকসই অনুশীলন প্রচার করা।