ইংরাজি নববর্ষের আগে থেকেই পথ নিরাপত্তায় জোর ট্রাফিক গার্ড ও কোক ওভেন থানার

0
337

ডেটলাইন দুর্গাপুর: ২০২৩ এর অবসান আর ২০২৪ এর আগমনের সন্ধিক্ষণে পৃথিবী। সারা বিশ্ব জুড়েই ইংরাজি নববর্ষ ২০২৪ কে বরণের জন্য নানা আয়োজন। শিল্প শহর দুর্গাপুরও তার ব্যতিক্রম নয়। সেজে উঠেছে শহরের হোটেল,রেস্টুরেন্ট, বিভিন্ন পার্ক,শপিং মল থেকে বিভিন্ন এলাকা। বছরের শেষ দিন থেকেই রাস্তায় নেমেছে মানুষের ঢল। স্বাভাবিকভাবেই পথ নিরাপত্তা বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এই দিনগুলিতে। প্রতি বছরের মতো এবারও সাধারণ মানুষের নিরাপত্তা দিতে তাই রাস্তায় নেমে পড়েছে পুলিশকর্মীরা। বছরের শেষ দিন থেকেই দুর্গাপুর মুচিপাড়া ট্রাফিক গার্ড এবং কোক ওভেন থানার পুলিশের যৌথ উদ্যোগে রাস্তায় ট্রাফিক সচেতনতা কর্মসূচি পালন করা হয় । ট্রাফিক পুলিশ, সিভিক ভলেন্টিয়াররা কোক ওভেন থানার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার মোড় এলাকায় পথ চলতি বাইক ও চার চাকা গাড়ি চালকদের দাঁড় করিয়ে তাদের ট্রাফিক সচেতনতার পাঠ দেওয়ার পাশাপাশি কেউ মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছেন কিনা পরীক্ষা করেন। পাশাপাশি চালকদের পরামর্শ দেওয়া হয় হেলমেট পড়ে ও ট্রাফিক নিয়ম মেনে চলার। এছাড়াও স্টেশন ও বাস স্ট্যান্ড সহ গুরুত্তপূর্ণ এলাকায় তল্লাশি চালায় পুলিশ। ট্রাফিক পুলিশ সূত্রে জানা যায় ৩১ ডিসেম্বর ছাড়াও ১লা জানুয়ারি এই দুদিন রাস্তায় বেপরোয়াভাবে গাড়ি চালানোর প্রবণতা বেশি লক্ষ্য করা যায় । ফলে বাড়ে দুর্ঘটনার সম্ভাবনা । তাই এই দুদিন ট্রাফিক সচেতনতা কর্মসূচিতে জোর দেওয়া হয়েছে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here