ডেটলাইন দুর্গাপুরঃ জলবায়ু, পরিবেশ এবং মানুষ একে অপরের সঙ্গে নিবিড় ভাবে যুক্ত। প্রত্যেকটি জীব প্রজাতির মধ্যে রয়েছে অত্যন্ত নিবিড় পারস্পরিক সম্পর্ক। মানুষ তার দৈনিন্দন জীবনের প্রায় সব কিছুই পায় পরিবেশ থেকে। আবার মানুষই নিজেদের প্রয়োজনে ক্ষতি করে পরিবেশের। মানুষ যতই আধুনিক জীবন যাপনে অভ্যস্ত হচ্ছে, পরিবেশের উপরে ততই চাপ পড়ছে। ক্ষতি হচ্ছে পরিবেশের ভারসাম্যের। তাই নানা ভাবে আমরা প্রাকৃতিক দুর্যোগের শিকার হচ্ছি। এই পরিস্থিতিতে পরিবেশকে রক্ষা না করলে মানুষ সুস্থভাবে বেঁচে থাকতে পারবে না। এই লক্ষ্যেই ১৯৭৪ সাল থেকে প্রতি বছর ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়ে আসছে। এই সুন্দর পৃথিবীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল পর্যাপ্ত বৃক্ষরোপণ। বন জঙ্গল কেটে যত বেশি বসতি বা কারখানা তৈরি হচ্ছে ততই ক্ষতি হচ্ছে আমাদের পরিবেশের। গাছ যত কমছে সমস্যা ততই বাড়ছে। সেটা দুষিত বায়ুর সমস্যা হোক কিংবা মেঘ-বৃষ্টি না হওয়ার সমস্যা। আর সেকারনেই বৃক্ষরোপণের প্রয়োজনীয়তাও বৃদ্ধি পাচ্ছে। সরকারীভাবে প্রায় সারা বছরই বৃক্ষরোপণ প্রকল্প নেওয়া হয়। গাছ লাগাতে মানুষকে অনুপ্রাণিত করতে প্রচারও চালানো হয়। গাছ লাগানো বর্তমান সময়ে খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ। সেদিকে লক্ষ্য রেখেই আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকেও সারা বছর পরিবেশ সুরক্ষার একাধিক কর্মসূচী পালন করা হয়। তারই অঙ্গ হিসেবে এবারও বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করল কোকওভেন থানা। এদিন স্থানীয় এলাকায় শতাধিক গাছের চারা লাগানো হয়। পরিবেশ রক্ষায় যে বৃক্ষ রোপন ভীষনভাবেই দরকার সেই বার্তা সাধারন মানুষের মধ্যে পৌঁছে দেওয়াই এই কর্মসূচীর উদ্দেশ্য বলে জানান কোকওভেন থানার অফিসার ইনচার্জ সুদীপ্ত পরামানিক।