কোক ওভেন থানায় “মিট ইওর অফিসার ও ফিরে পাওয়া” কর্মসূচি নিয়ে খুশি নাগরিকরা

0
536

ডেটলাইন দুর্গাপুর: আমাদের সমাজে এক গুরুত্বপূর্ন অংশ হিসেবে অবস্থান করছে পুলিশ বিভাগ। নির্বাচন থেকে নানা উৎসবে সর্বত্রই নিরাপত্তার দায়িত্ব পালন করে থাকে পুলিশকর্মীর। সাধারণ মানুষের যে কোনো বিপদ হলেই ছুটে যেতে হয় পুলিশের কাছে। সোজা কথায় মানুষ এক নিরাপদ আশ্রয় হিসেবে আস্থা রাখে পুলিশের ওপর। কিন্তু নানা কারণে সাধারণ মানুষ সরাসরি পুলিশ কর্তাদের কাছে পৌঁছাতে পারেন না। এবার সেই সমস্যারও সমাধান করে ফেলেছে পুলিশ। রাজ্য সরকারের একাধিক প্রকল্প এখন আমরা নিজেদের দুয়ারেই পাচ্ছি। অনেক টা সেরকমই এক কর্মসূচি নিয়েছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। তাদের পক্ষ থেকে শুরু হয়েছে থানায় থানায় ‘মিট ইওর অফিসার ও ফিরে পাওয়া’ কর্মসূচি। শনিবার দুর্গাপুরের কোক- ওভেন থানায় অনুষ্ঠিত হল এই কর্মসূচি। উপস্থিত ছিলেন, ডিসি (পূর্ব ) অভিষেক গুপ্তা, এ সি পি কাঁকসা সুমন যশওয়াল, সি আই বুদবুদ অঞ্জন রায়, ওসি কোক-ওভেন সঞ্জীব দে ছাড়া অন্যান্য আধিকারিকরা। এখানে ডিসি (পূর্ব ) অভিষেক গুপ্তা বলেন, প্রতিটি থানায় এই রকম অনুষ্ঠানে সাধারণ নাগরিকদের সঙ্গে কথা বলে তাদের অভাব অভিযোগ শোনা হয়। এদিনের অনুষ্ঠানে কোক ওভেন থানার অধীন বিভিন্ন এলাকা থেকে চুরি যাওয়া বা হারিয়ে যাওয়া মোট ৩২ টি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ। স্বাভাবিকভাবেই নিজেদের মোবাইল ফিরে পেয়ে খুশি হয়েছেন মোবাইল ফোনের মালিকরা। তারা জানান, মোবাইল হারিয়ে যাওয়া বা চুরির পর থানায় তারা অভিযোগ করলেও সেগুলি যে ফিরে পাওয়া যাবে তা ভাবতেই পারেননি তারা। তাই এই কাজের জন্য তারা পুলিশের ভূমিকার প্রশংসা করেছেন। সব মিলিয়ে পুলিশের এই ধরনের কর্মসূচি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন উপস্থিত নাগরিকরা। তাদের কথায়,থানায় থানায় পুলিশ আধিকারিকদের এই ভাবে সামনে পেয়ে তাদের বিভিন্ন ধরনের সমস্যার কথা সরাসরি বলতে পারার সুযোগ নি:সন্দেহে নাগরিকদের উপকারে লাগবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here