ডেটলাইন দুর্গাপুর: সাধারণ মানুষের মধ্যে রক্তদানের আগ্রহ ও উৎসাহ জাগিয়ে তোলার লক্ষ্যে কয়েক দশক ধরে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে চলেছে দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম। মানুষকে আরও বেশী করে রক্তদান কর্মকান্ডে যুক্ত করার লক্ষ্যে এবার পশ্চিমবঙ্গ ভলান্টারি ব্লাড ডোনারস ফোরাম জুন ও জুলাই মাস জুড়ে সারা রাজ্য জুড়ে ‘ জাগো রক্তদাতা জাগো ‘কর্মসূচি পালন করছে। তারই অঙ্গ হিসাবে রবিবার দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম এর সহযোগিতায় ৩টি শিবির অনুষ্ঠিত হয়। এরমধ্যে একটি হল আবাসনপল্লি উন্নয়ন সমিতি,(দুর্গাপুর -১) এর উদ্যোগে আয়োজিত স্বেচ্ছা রক্তদান শিবির। বিপুল উৎসাহ ও উদ্দীপনার সাথে এখানে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও ভ্রাম্যমাণ রক্তযানে রক্তদান শিবির
হয়েছে। শিবিরে ৪জন মহিলা সহ মোট ৩৩জন রক্তদান করেছেন। শিবিরের উদ্বোধন করেন মহানাগরিক অনিন্দিতা মুখার্জি। উপস্থিত ছিলেন মেয়র পারিষদ রাখী তেওয়ারি, দুর্গাপুর মহকুমা হাসপাতাল ব্লাড সেন্টারের ইনচার্জ ডাঃ করবী কুন্ডু,মীরাক্কেল চ্যাম্পিয়ন উৎপল ঘোষ,পশ্চিমবঙ্গ ভলান্টারি ব্লাড ডোনারস ফোরাম এর ডেপুটি জেনারেল সেক্রেটারি কবি ঘোষ, দুর্গাপুর মহকুমা ক্রীড়া ও সাংস্কৃতিক ক্লাব সমন্বয় সমিতির রঞ্জন ব্যানার্জি ও মৃত্যুঞ্জয় সামন্ত,বিশিষ্ট রোটারিয়ান সুবীর রায়,শিক্ষাবিদ সোমনাথ রায় প্রমুখ। এখানে দুর্গাপুর মহকুমা হাসপাতাল ব্লাড সেন্টার রক্ত সংগ্রহ করেছে। দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম এর সাধারণ সম্পাদক রাজেশ পালিত সকল রক্তদাতা, আয়োজক সংগঠন ও মেডিকেল টীম সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন