অন্ডাল থানার ওসির সাহায্যে পরীক্ষায় বসতে পারল দুই ছাত্র

0
508

ডেটলাইন দুর্গাপুরঃ মাধ্যমিক পরীক্ষা চলছে। স্বাভাবিকভাবেই অন্যান্য ক্ষেত্রের মতোই এক্ষেত্রেও এক গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছে পুলিশ বাহিনী। সেই ভূমিকা যে কতটা কার্যকরী সেটা আরও একবার দেখা গেল। শনিবার ছিল মাধ্যমিকের ভৌত বিজ্ঞান পরীক্ষা। বেলা ১২ টায় শুরু পরীক্ষা। সময়মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর জন্য এদিন বাড়ি থেকে বের হয় কাজোরা স্টাফ কলোনির বাসিন্দা কাজোরা হাইস্কুলের দুই ছাত্র রজত বাউরি ও জয় বাউরি। তাদের সেন্টার পড়েছে বহুলা শশীস্মৃতি হাইস্কুলে। কিন্তু বাড়ি থেকে বের হয়ে যখন তারা কাজোড়া মোড়ে আসে তখন তারা জানতে পারে তাদের নির্দিষ্ট বাস চলে গেছে। বিকল্প কোন উপায় না পেয়ে সমস্যায় পড়ে তারা। এদিকে নির্দিষ্ট সময়ে স্কুলে পৌঁছাতে না পারলে এদিন হয়তো পরীক্ষা দেওয়া হবে না ভেবে তারা তখন দিশাহীন। এই সময় কাজোড়া মোড়ে কর্মরত ট্রাফিক পুলিশদের তারা সমস্যার কথা জানায়। তারা খবর দেন অন্ডাল থানার ওসি শান্তনু অধিকারীকে। শান্তনুবাবু দ্রুত কাজোরা মোড়ে পৌঁছান এবং নিজের গাড়িতে করে দুই পরীক্ষার্থীকে পৌঁছে দেন নির্দিষ্ট পরীক্ষা কেন্দ্রে। ওসির তৎপরতায় শেষ পর্যন্ত ঠিক সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে পরীক্ষায় বসে দুই ছাত্র। উল্লেখ্য এর আগেও দুর্গাপুরের একটি স্কুলের দুই ছাত্র পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেখে তারা অ্যাডমিট কার্ড আনতে ভুলে গেছে। সেক্ষেত্রেও দুই পুলিশ কর্মী ছাত্রদের অভিভাবককে সঙ্গে নিয়ে তাদের বাড়ি থেকে অ্যাডমিট কার্ড নিয়ে এসে ছাত্রদের হাতে দেয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here