ছাত্রছাত্রীদের মধ্যে পথ নিরাপত্তা বিষয়ে সচেতনতার প্রচার পুলিশের

0
931

ডেটলাইন দুর্গাপুরঃ রাজ্যে পথ দুর্ঘটনার সংখ্যা কমাতে এবং গাড়ি চালক ও পথচারীদের মধ্যে পথ নিরাপত্তা নিয়ে সচেতনতা বাড়াতে ২০১৬ সালে ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ প্রকল্প চালু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।তারপর থেকেই সারা বছর রাজ্যজুড়ে এই কর্মসূচি পালন করে আসছে পুলিশ বিভাগ। সেই কর্মসূচীর অঙ্গ হিসেবে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট গত ১ ডিসেম্বর থেকে আগামী বছরের ৩১ জানুয়ারী পর্যন্ত বিভিন্ন জায়গায় ট্র্যাফিক অ্যাওয়ার্নেস প্রোগ্রাম গ্রহণ করেছে। এই কর্মসূচীর আওতায় মুচিপাড়া ট্র্যাফিক গার্ডের উদ্যোগে মঙ্গলবার দুর্গাপুরের নেপালীপাড়া হিন্দি হাই স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে পথ নিরাপত্তা বিষয়ে সচেতনতার লক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এখানে প্রজেক্টারের মাধ্যমে ছাত্রছাত্রীদের দেখানো হয় কিভাবে রাস্তায় পারাপার করতে হয়। সেই সঙ্গে পথ নিরাপত্তা বিষয়ে অন্যান্য দিকগুলিও তাদের সামনে তুলে ধরা হয়। স্কুল খুলে যাওয়ায় এখন ছাত্রছাত্রীদের রাস্তায় বের হতে হচ্ছে। তাই এই পথ নিরাপত্তার বিষয়ে সচেতনতার পাঠ ছাত্রছাত্রীদের বিশেষ কাজে লাগবে বলেই মনে করেন নেপালীপাড়া হিন্দি হাইস্কুলের জাতীয় পুরষ্কারপ্রাপ্ত প্রধান শিক্ষক ড.কলিমূল হক। এখানে উপস্থিত ছিলেন মুচিপাড়া ট্র্যাফিক গার্ডের ওসি প্রসেনজিৎ বসাক, কোক ওভেন থানার সাব ইন্সপেক্টর মেহেরাজ আনসারি। এই ধরনের কর্মসূচীতে অংশ নিতে পেরে খুশি স্কুলের ছাত্রছাত্রীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here