আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী দিবস উপলক্ষে ৭২ ইউনিট রক্ত সংগ্রহ দুর্গাপুরে

0
563

ডেটলাইন দুর্গাপুরঃ রবিবার আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী দিবস উদযাপন উপলক্ষে দুর্গাপুরে মোট ৭২ ইউনিট রক্ত সংগৃহীত হয়েছে।দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের সহযোগিতা ও পরিচালনায় এদিন দুর্গাপুরের ৩টি পৃথক জায়গায় তিনটি স্বেচ্ছা রক্তদান শিবির হয়। সগরভাঙ্গার ফ্রেন্ডস সার্কেল এর শিবিরে মোট সংগ্রহ ৩৫ জন রক্তদান করেছেন।প্রান্তিকে এবিএল দুর্গাপূজা মন্ডপ ময়দানের শিবিরে ১৭ জন রক্ত দেন এবং ইস্পাতনগরীর বিজোনের এডিসন রোডে মা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত শিবিরে ২০ জন রক্তদান করেন। রক্ত সংগ্রহ করেছে দুর্গাপুর মহকুমা হাসপাতাল ব্লাড সেন্টার। এছাড়াও এই বিশেষ দিবস উদযাপন উপলক্ষে মুচিপাড়া দুলাল হোটেল সংলগ্ন ব্যাংক অফ ইন্ডিয়া শাখার সামনে প্রকাশ্য উদ্বুদ্ধকরণ সভার আয়োজন করা হয়।এখানে রাজ্যের রক্তদান আন্দোলনের নেতা কবি ঘোষ,রাজেশ পালিত, সুলতা দাস প্রমূখ বক্তব্য রাখেন। সভাপতিত্ব করেন বিশিষ্ট আইনজীবি ও সমাজসেবী আয়ূব আনসারী।
প্রাকৃতিক প্রতিকূলতার মধ্যেও সভায় অতিথিদের উপস্থিতি যথেষ্ঠই দেখা যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here