
ডেটলাইন দুর্গাপুরঃ সারা বছর বিভিন্ন জায়গায় ধারাবাহিকভাবেই স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন হলেও শারদীয়া উৎসবের সময়ে সেটা অনেকটাই থমকে যায়। ফলে সরকারী হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে রক্তের ঘাটতি দেখা দিতে শুরু করে। এই অবস্থায় যাতে শারদীয়ার এই সময় থেকে দীপাবলি উৎসব পর্যন্ত রক্তদান চলতে থাকে সেই উদ্যোগ নিয়েছে দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম। এদিন সেই লক্ষ্যেই জরুরী ভিত্তিতে রক্তের ঘাটতি কিছুটা হলেও পূরণের লক্ষ্যে দুর্গাপুর মহকুমা হাসপাতাল ব্লাড সেন্টারে এক স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এখানে ৩ জন মহিলা সহ মোট ২১জন রক্তদান করেছেন।বিশিষ্ট আইনজীবী আয়ূব আনসারী সস্ত্রীক রক্তদান করেছেন।দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের সহ সাধারণ সম্পাদক রাজেশ পালিত এই জরুরী রক্তদান শিবিরে আসা সকল রক্তদাতাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।