ডেটলাইন ওয়েব ডেস্কঃ শেষ হয়ে গেল ভারতীয় সিনেমা জগতের একটা যুগ। প্রয়াত হলেন বলিউডের কিংবদন্তি বর্ষিয়ান অভিনেতা দিলীপ কুমার। বয়স হয়েছিল ৯৮। গত বছর থেকেই তিনি বয়সজনিত নানা সমস্যার কারনে একাধিকবার হাসপাতালে ভর্তি হন। গত ৩০ জুন থেকে তিনি মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালের আইসিইউ-তে ভরতি ছিলেন। বুধবার সকালে সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ১৯২২ সালে পাকিস্তানের পেশোয়ারে জন্মগ্রহণ করেন দিলীপ কুমার। কিসসা খাওয়ানি বাজারের জমিদার তথা ব্যবসায়ী লালা গুলাম সারওয়ার খান ও আয়েশা বেগমের ঘরে জন্ম প্রবাদপ্রতীম এই অভিনেতার। জন্মসূত্রে তাঁর নাম মহম্মদ ইউসুফ খান থাকলেও রুপোলি পর্দায় দিলীপ কুমার নামেই তিনি পরিচিত। ১৯৪৪ সালে ‘জোয়ার ভাঁটা’ সিনেমায় আত্মপ্রকাশের পর ‘জুগনু’ হল তাঁর প্রথম বক্স অফিস হিট সিনেমা। এছাড়া ‘নয়া দৌড়’, ‘মুঘল-এ-আজম’, ‘দেবদাস’, ‘রাম অউর শ্যাম’, ‘আন্দাজ’, ‘মধুমতী’, ‘গঙ্গা-যমুনা’, ‘ক্রান্তি’, ‘মশাল’, ‘কর্মা’, ‘সওদাগর’, ‘কিলা’র মতো বহু ছবিতে অভিনয় করেছেন। প্রায় পাঁচ দশক ধরে বলিউডে রাজত্ব করেছেন কিংবদন্তি এই অভিনেতা। তিনিই প্রথম ছবি পিছু ১ লক্ষ টাকা করে পারিশ্রমিক নিতে শুরু করেন। ১৯৯৮ সালে শেষবার সিনেমায় অভিনয় করেন বর্ষীয়ান এই অভিনেতা। ১৯৬৬ সালে সেই সময়ের জনপ্রিয় অভিনেত্রী সায়রা বানুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন দিলীপ কুমার। তাদের বয়সের ফারাক ২২ বছর হলেও শেষ দিন পর্যন্ত দিলীপ কুমারের সঙ্গে সায়রা বানুর সম্পর্ক ছিল অটুট। দুজনে গোপী, সাগিনা ছবিতে জুটি বেধে কাজ করেছেন। সেরা অভিনেতা হিসেবে ৮টি ফিল্ম ফেয়ার পুরস্কার জিতেছেন দিলীপ কুমার। ১৯৯১ সালে ভারত সরকার তাঁকে পদ্মভূষণ সম্মান দেয়। ভারতীয় সিনেমায় অসামান্য অবদানের জন্য ১৯৯৪ সালে পান ‘দাদা সাহেব ফালকে’ পুরস্কার। ২০১৫ সালে ভারত সরকার ‘পদ্মবিভূষণ’ সম্মানও দেয় তাঁকে। ২০০০ থেকে ২০০৬ পর্যন্ত রাজ্যসভার সাংসদও ছিলেন দিলীপ কুমার। তাঁর অভিনয়ে মুগ্ধ ছিল পাকিস্থানেরা সিনেমাপ্রেমীরাও। ১৯৯৮ সালে দিলীপ কুমারকে নিশান-ই-ইমতিয়াজ সম্মানে সম্মানিত করে পাক সরকার। দিলীপ কুমারের প্রয়াণে শোকস্তব্ধ গোটা বলিউড। দেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ,প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও দিলীপ কুমারের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন।
Latest article
দুর্গাপুর ও আসানসোলের ১২টি পুজো পেল রাজ্য সরকারের শারদ সম্মান
সংবাদদাতা,দুর্গাপুরঃ দুর্গাপুর ও আসানসোলের মোট ১২টি পুজো এবার পেল রাজ্য সরকারের শারদ সম্মান পুরস্কার। মোট চারটি বিভাগে আসানসোল ও দুর্গাপুরের ৬টি করে...
কোক ওভেন থানার উদ্যোগে সাইবার অপরাধ বিষয়ে সচেতনতা শিবির
ডেটলাইন দুর্গাপুর, ৪ সেপ্টেম্বর: দুর্গাপুর প্রজেক্ট টাউনশিপ গার্লস হাই স্কুলে বৃহস্পতিবার কোক ওভেন থানার পক্ষে আয়োজন করা হয়েছিল এক সাইবার সচেতনতা শিবির।...
কোক ওভেন থানার উদ্যোগে চক্ষু পরীক্ষা শিবির ও অঙ্কন প্রতিযোগিতা
ডেটলাইন দুর্গাপুর,৩ সেপ্টেম্বরঃ গত ১ সেপ্টেম্বর ছিল পুলিশ দিবসের পাশাপাশি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের প্রতিষ্ঠা দিবসও। এই উপলক্ষ্যে আসানসোল ও দুর্গাপুরের বিভিন্ন...