করোনা পরিস্থিতির উন্নতি,ভোট হতেই পারেঃ মমতা

0
647

ডেটলাইন কলকাতাঃ বিধানসভা নির্বাচনে বাংলা হেরে যাওয়ার পর নানাভাবেই এই রাজ্যের বিরুদ্ধে চক্রান্ত করছে বিজেপি। এমনই অভিযোগ করে চলেছেন তৃণমূল নেতৃত্ব। সেই সূত্রে করোনার দোহাই দিয়ে রাজ্যের ৭টি বিধানসভা আসনের উপনির্বাচন এখন নাও করা হতে পারে। এই আশঙ্কা থেকেই এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন,রাজ্য জুড়ে মানা হচ্ছে বিধিনিষেধ। ফলে রাজ্যের কোভিড সংক্রমণের হার এখন আগের তুলনায় অনেকটা ভালো। আর কিছুদিনের মধ্যে পরিস্থিতি আরও নিয়ন্ত্রণে এসে যাবে। তাই নির্বাচন কমিশনের এখনই উপনির্বাচনের দিন ঘোষণা করে দেওয়া দরকার। নির্বাচন কমিশন উদ্যোগ নিলে এখনই রাজ্যে উপনির্বাচন করে ফেলা যায়। বর্তমানে রাজ্যের পরিস্থিতি অনেকটা ভালো। তাই ভোট করিয়ে নিতে পারে কমিশন। আমি জানি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অনুমতি দিলেই কমিশন ভোট করিয়ে নিতে পারবে। উপনির্বাচনের দিন ঘোষণা করতে পারবে। তাই আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজীর কাছেও অনুরোধ করছি নির্বাচন কমিশনকে বলুন বাংলায় উপনির্বাচনের দিন ঘোষণা করতে।’ উল্লেখ্য, রাজ্যে মোট ৭ টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন করতে হবে। এরমধ্যে যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুর কেন্দ্র আছে তেমনই আছে মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর, সামশেরগঞ্জ, উত্তর ২৪ পরগণার খড়দহ, নদিয়ার শান্তিপুর, কোচবিহারের দিনহাটা এবং দক্ষিণ ২৪ পরগণার গোসাবা। এর মধ্যে খড়দহ এবং গোসাবার বিধায়করা করোনা আক্রান্ত হয়ে মারা যান। জঙ্গিপুর, সামশেরগঞ্জ বিধানসভা আসনে ভোটই হয়নি। কারণ ওই ২ কেন্দ্রের জোট প্রার্থীরা করোনায় মারা যান নির্বাচনের আগেই। শান্তিপুর এবং দিনহাটা কেন্দ্রের বিজেপির দুই জয়ী প্রার্থী তাদের সাংসদ পদ বজায় রাখার জন্য বিধায়ক পদ থেকে পদত্যাগ করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here