প্রয়াত পবিত্রের জায়গায় জল দফতরের দায়িত্ব পেলেন দীপঙ্কর লাহা

0
611

ডেটলাইন দুর্গাপুরঃ এক মাসের মধ্যেই দুর্গাপুর পুরসভার জল দফতরের শূণ্য পদ পূরণ করা হল। জল দফতরের মেয়র পরিষদ সদস্য পবিত্র চট্টোপাধ্যায় গত ২৫ মে করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন। তারপর থেকে এই পদে কাকে দায়িত্ব দেওয়া হবে তা নিয়ে আলোচনা চলছিল। শেষ পর্যন্ত দুর্গাপুর পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার দীপঙ্কর লাহাকেই এই পদে নির্বাচিত করা হয়। মেয়র দিলীপ অগস্তি বুধবার দীপঙ্করের হাতে নিয়োগপত্র তুলে দিয়ে জানান, পুরসভার বোর্ড মিটিংয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন দায়িত্ব পেয়ে দীপঙ্কর লাহা জানান,প্রয়াত পবিত্র চট্টোপাধ্যায়কে তিনি শ্রদ্ধা করতেন। তাই তাঁর জায়গায় দায়িত্ব পেয়ে তিনি চেষ্টা করবেন পবিত্রবাবুর বাকি থাকা কাজগুলি পূর্ণ করতে। সেই সঙ্গে পুরসভার সব এলাকায় যাতে যথাযথ জলের সরবরাহ থাকে তিনি সেদিকে নজর দেবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here