বাহিনী ও পুলিশের রুট মার্চ দুর্গাপুরে

0
750

ডেটলাইন দুর্গাপুরঃ ২০২১ এর বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হয়েছে গতকালই। কিন্তু তার কদিন আগেই দুর্গাপুরে এসে পৌঁছে যায় কেন্দ্রীয় বাহিনী। রাজ্যে নির্বিঘ্নে নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যেই ভোট ঘোষণার আগেই কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয়েছে। তাদের সঙ্গেই রাজ্যের পুলিশও থাকছে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য। ভোটাররা যাতে নির্ভয়ে ভোট দিতে পারেন তা নিশ্চিত করতে রাজ্যের সব জায়গার সঙ্গে দুর্গাপুরের বিভিন্ন এলাকায় ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ শুরু হয়েছে।গতকাল দুর্গাপুর থানার অধীন একাধিক এলাকায় কেন্দ্রীয় বাহিনী রুটমার্চ করে স্থানীয় থানার পুলিশ আধিকারিকদের সঙ্গে নিয়ে। এদিন দেখা গেল দুর্গাপুরের অন্যতম থানা কোকওভেন থানার অধীন বেশ কিছু এলাকায় রুট মার্চ করল কেন্দ্রীয় বাহিনী এবং তাদের সঙ্গে ছিলেন কোকওভেন থানার আধিকারিক সৌমেন সিংহঠাকুর। আসন্ন নির্বাচনে সব ভোটারই যাতে বিনা বাধায় এবং নিশ্চিতভাবে নিজের মতাধিকার প্রয়োগ করতে পারেন সেটা নিশ্চিত করতে এবং এবিষয়ে ভোটারদের মনোবল বাড়াতেই কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে তারাও এই অভিযানে সামিল হয়েছেন বলে জানান কোকওভেন থানার আধিকারিক সৌমেন সিংহঠাকুর। এলাকার মানুষদের সঙ্গে তারা কথাও বলেন। একই সঙ্গে ভোটারদের কাছে জানতে চাওয়া হয় তাঁদের ভোট দিতে যাওয়ার কোনো সমস্যা রয়েছে কি না,তাঁদের কেউ বা কারা কোনভাবে প্রভাবিত করছে বা ভয় দেখাচ্ছে কি না। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কোকওভেন থানার আধিকারকও এলাকার ভোটারদের নির্ভয়ে এবং নিশ্চিন্তে ভোট দেওয়ার জন্য আহ্বান করেন। তাদের কোন রকম সমস্যা বা অসুবিধা হলেই তা সরাসরি যেন পুলিশের কাছে জানানো হয় বলেও ভোটারদের মধ্যে সাহস দিয়েছে পুলিশকর্তা। এদিনের রুটমার্চে খুশি এলাকার মানুষ। পশ্চিম বর্ধমান জেলায় এখনও পর্যন্ত পাঁচ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে। জেলার ৯টি বিধানসভা কেন্দ্রের প্রায় সব এলাকাতেই প্রতিদিন পর্যায়ক্রমে এই রুটমার্চ চলবে বলে জানিয়েছেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার সুকেশ কুমার জৈন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here