ডেট লাইন দুর্গাপুর: প্রবল উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে এক মহতি রক্তদান শিবির অনুষ্ঠিত হয়ে গেল দুর্গাপুর ব্যারেজ এলাকার মহানন্দ কলোনী আমরা ক’জন ক্লাব প্রাঙ্গণে। এদিন ছিল ক্লাবের ২য় বর্ষ রক্তদান শিবির। সেই শিবির উৎসর্গ করা হয় নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মদিন কে। শিবির শুরুর আগে দেশনায়ক সুভাষ চন্দ্র বসুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এই শিবিরে প্রান্তিক শ্রমজীবী পরিবারের যুবকরা রক্তদান করেছেন। আজকের এই সম্প্রীতির রক্তদান শিবিরে মোট ২৮ জন রক্তদান করেছেন। রক্ত সংগ্রহ করে দুর্গাপুর মহকুমা হাসপাতাল ব্লাড সেন্টার। দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম এর স্বেচ্ছাসেবিরা শিবির পরিচালনায় সাহায্য করেছেন। শিবির আয়োজক সংগঠন এর পক্ষে সোমনাথ চক্রবর্তী এবং দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম এর পক্ষে সুদীপ দাস সকল রক্তদাতা বন্ধুদের এবং মেডিকেল টীম সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।