ডেটলাইন দুর্গাপুরঃ সারা রাজ্যজুড়েই মঙ্গলবার বিভিন্ন ব্লক স্বাস্থ্যকেন্দ্রের সামনে একগুচ্ছ দাবিতে অবস্থান বিক্ষোভে সামিল হতে দেখা গেল রাষ্ট্রীয় স্বাস্থ্য মিশন- এর অধীন কর্মরত চুক্তিভিত্তিক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের। জানা গেছে,সরকারের পক্ষ থেকে এই সব চুক্তিভিত্তিক কর্মীদের একাধিক সুযোগসুবিধার নির্দেশ জারি হওয়া সত্বেও তারা সেই সব সুযোগসুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এবিষয়ে বিগত সময়ে তারা একাধিকবার তাদের দাবির সমর্থনে আন্দোলনে নেমেছেন এবং সংশ্লিষ্ট দফতরেও জানিয়েছেন। কিন্তু এখনও তাদের প্রতি সরকার উদাসীনতা দেখিয়েই চলেছে। সেই কারনেই এদিন সারা রাজ্যজুড়েই বিভিন্ন ব্লক স্বাস্থ্য কেন্দ্রে দুপুর ১২টা থেকে ২টো পর্যন্ত তারা ধর্নায় বসেন। পশ্চিম বর্ধমান জেলার আসানসোল, দুর্গাপুরের অন্ডাল,পাণ্ডবেশ্বরসহ প্রায় সব ব্লকের অধীনস্থ চুক্তিভিত্তিক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরাই নিজেদের এলাকায় এই কর্মসূচীতে অংশ নেন। ধর্না শেষে ব্লক স্বাস্থ্য আধিকারিকদের তাদের দাবি সম্বলিত স্মারকলিপিও জমা দেন। তাদের দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য হল – ন্যাশানাল হেলথ মিশন কর্মীদের স্থায়ীকরণ, কর্মীদের বেতন কাঠামোর পুনর্বিন্যাসের আদেশনামা প্রকাশ করা, প্রতিটি কর্মীদের ক্যাটাগরাইজেশন এর আওতায় আনা, যে সকল পদগুলি কেন্দ্রের আরওপিতে অনুমোদন পায়নি, সেই সকল পদগুলিকে অনুমোদনের ব্যবস্থা করা, যে সকল কর্মচারী কর্মরত অবস্থায় কিংবা কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন, তাদের পরিবারকে ক্ষতিপূরণ ও চাকরির ব্যবস্থা করা। সংগঠনের পক্ষে জানানো হয়েছে তাদের এদিনের অবস্থান বিক্ষোভে ভালো সারা পাওয়া গেছে। এরপরও সরকারের পক্ষ থেকে তাদের দাবিগুলির বিষয়ে নজর দেওয়া না হলে আগামী দিনে তারা বড় ধরনের আন্দোলনে নামতে বাধ্য হবেন।














