ডেটলাইন ওয়েব ডেস্কঃ ২০০৮ সালে ফেসবুক তাদের ফেসবুক বার্তা প্রকাশ করে। তখন প্রথম দিকে একে ফেসবুক চ্যাট বলা হতো। এরপর ২০১০ সালে এই পরিষেবাটিকে আরও উন্নত করা হয়। ২০১১-তে স্বতন্ত্রভাবে আইওএস ও অ্যান্ড্রয়েড এর জন্য অ্যাপ্লিকেশনটি উন্মুক্ত করে ফেসবুক কর্তৃপক্ষ। ২০১৮ তে সংস্থাটি মেসেঞ্জার ভিত্তিক যোগাযোগের জন্য ফেসবুক বাতায়ন হার্ডওয়্যার প্রকাশ করে। কয়েক বছর ধরে ফেসবুক বিভিন্ন অপারেটিং সিস্টেমের জন্য তাদের অ্যাপ্লিকেশনটি উন্মুক্ত করেছে। কিন্তু এবার ব্যবহারকারীদের আরও নতুন অভিজ্ঞতা দিতে বেশ কিছু ফিচার যুক্ত করা হয়েছে ফেসবুক মেসেঞ্জারে। সেই সঙ্গে পরিবর্তন করা হয়েছে লোগোটিও। ফেসবুক মেসেঞ্জারের যে নতুন লোগো প্রকাশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছা আগের মতো কেবল নীল রং নয়, সঙ্গে কিছুটা গোলাপি রংও রয়েছে। শুধু নতুন লোগো নয়, আসতে চলেছে আরও নতুন থিম এবং ফিচারসও। এই প্রসঙ্গে বিবৃতিও দিয়েছেন ফেসবুকের ভাইস প্রেসিডেন্ট স্টান চাদনোভস্কি। জানা যাচ্ছে ফেসবুক ম্যাসেঞ্জার আর ইনস্টাগ্রামের চ্যাট পদ্ধতিকে এক সঙ্গে জুড়ে দেওয়ার জন্যই মেসেঞ্জারের এই নতুন লোগো। ইতিমধ্যে বেশ কিছু ফোনে মেসেঞ্জারে নতুন কিছু ফিচারও এসে গিয়েছে। এছাড়া যুক্ত হবে লাভ অ্যান্ড টাই–ডাই নামে বিশেষ এক ভালোবাসার থিমও। সঙ্গে থাকছে সেলফি স্টিকার। এরপর দ্রুত যুক্ত করা হবে ভ্যানিশ মোডও। স্ন্যাপচ্যাট আর ইনস্টাগ্রামে যে সুবিধা পাওয়া যায়, সেটা এবার ফেসবুক ম্যাসেঞ্জারেও পাওয়া যাবে। অর্থাৎ এই মোড অন করা থাকলে, ব্যবহারকারীর পাঠানো কোনও ছবি তিনি চ্যাট থেকে বেরিয়ে গেলে কিংবা উলটো দিকে থাকা ব্যক্তির দেখা হয়ে গেলে তা মুছে যাবে।