স্বাস্থ্যবিধি মেনে বিশ্ব আদিবাসী দিবস পালিত

0
1029

ডেটলাইন দুর্গাপুরঃ আদিবাসীদের অধিকার,  ঐতিহ্য ও সংস্কৃতিকে সুরক্ষা দেওয়ার জন্য ৯ অগস্ট আদিবাসী দিবসটি পালনের সিদ্ধান্ত নেয় জাতিসঙ্ঘ। ১৯৯৪ সাল থেকে আনুষ্ঠানিকভাবে দিবসটি পালন করে আসছে বিশ্বের ৭০টি দেশের প্রায় ৩০ কোটি আদিবাসী। ১৯৯২ সালে জাতিসঙ্ঘের মানবাধিকার কমিশনের উন্নয়ন ও সংরক্ষণ উপকমিশনের কর্তারা তাদের প্রথম সভায় আদিবাসী দিবস পালনের জন্য ৯ আগস্ট দিনটিকে বেছে নেন। আদিবাসী জনগণের মানবাধিকার, পরিবেশ উন্নয়ন, শিক্ষা ও সংস্কৃতি সম্পর্কিত বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে আন্তর্জাতিক সহযোগিতা সুদৃঢ় করা ও গণসচেতনতা সৃষ্টি করাই বিশ্ব আদিবাসী দশক, বর্ষ ও দিবস পালনের মূল উদ্দেশ্য। এদিন সারা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গের বাঁকুড়া,পুরুলিয়া, দুই বর্ধমান জেলা সহ আসানসোল – দুর্গাপুরেও এই উপলক্ষ্যে কর্মসচী পালন করে বিভিন্ন আদিবাসী সংগঠন। এই দিন বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে স্বপ্ন উড়ান এর উদ্যোগে করোনা সংক্রমণ সম্বন্ধে সচেতন করতে দুর্গাপুরের কাঁকসা বেলডাঙ্গা এলাকার আদিবাসীদের হাতে মাস্ক এবং স্যানিটাইজার তুলে দিলেন দুর্গাপুরের ৪ নং বরো চেয়ারম্যান চন্দ্রশেখর ব্যানার্জী তবে এবার করোনার জন্য স্বাস্থ্যবিধি মেনেই এই বিশেষ দিনে নিজেদের ঐতিহ্যের দিনটি পালন করলেন আদিবাসী সম্প্রদায়ের মানুষজন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here