ডেট লাইন নিউজ ডেস্ক: মহামারী করোনা মোকাবিলায় ইতিমধ্যেই দেশ জুড়ে লক ডাউন চলছে। তার মধ্যেই বাড়ছে আক্রান্তের সংখ্যা। বাড়ছে মৃত্যুও। পাশাপাশি এই মহামারী মোকাবিলায় চলছে চিকিৎসকদের মৃত্যুকে তোয়াক্কা না করে দিনরাত লড়াই। ভারতে করোনা চিকিৎসার প্রশংসা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই প্রেক্ষিতে দেশের চিকিৎসা পরিকাঠামো যাতে আরও উন্নত করা যায় সেই লক্ষ্যে বিশ্ব ব্যাংক ভারতকে সাড়ে সাত হাজার কোটি টাকার বেশি আর্থিক সহায়তা করেছে। যা দেশের নিম্নগামী আর্থিক অবস্থাকে কিছুটা হলেও সাহায্য করবে বলে মনে করা হচ্ছে।