ডেটলাইন দুর্গাপুরঃ ঝলমলে আকাশ। তাই চতুর্থী থেকেই শুরু হয়েছে বাঙালির মন্ডপ পরিদর্শন। আর পঞ্চমীর দিন সেই উৎসাহ স্বাভাবিক ভাবেই অনেকটাই বেড়ে গেল।
এদিনও শহর দুর্গাপুরের একাধিক পুজোর উদ্বোধন হল। দল বেঁধে ঠাকুর দেখার পালা জমে উঠেছে। কয়েকদিন আগেই এবারের পুজোর জন্য গাইড ম্যাপ প্রকাশ করেছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট।
তাতে আসানসোল ও দুর্গাপুর শহরের বিগ বাজেটের পুজো মন্ডপগুলি দেখার জন্য নির্দিষ্ট পথ নির্দেশ রয়েছে। তাতে দর্শনার্থীদের বিশেষ সুবিধা হবে। দর্শনার্থীদের যাতে পথ চলতে সমস্যা না হয় তার জন্য পুজোর দিনগুলিতে শহরের কোন কোন পথ বন্ধ বা খোলা থাকছে তারও উল্লেখ রয়েছে গাইড ম্যাপে। এছাড়া শহর জুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থাও নেওয়া হয়েছে।
বিগত কয়েক বছরের মতো এবছরও দুর্গাপুরের তথাকথিত নামী পুজোগুলি নানা আকর্ষণীয় থিম তুলে ধরেছে তাদের মন্ডপে। রয়েছে হস্ত শিল্পের অসাধারন কারুকার্যও। তাই সব মিলিয়ে বোধনের আগেই বাঙালির শারদীয় উৎসব শুরু হয়ে গেছে।