এখনই আসছে না বর্ষা

0
1039

ডেটলাইন ওয়েব ডেস্কঃ এখনই বর্ষা আসার কোন সম্ভাবনা নেই। হ্যাঁ,এমনই পূর্বাভাস মৌসম ভবনের। তাই গরমকে সঙ্গে নিয়েই চলতে হবে সামনের আরও কটা দিন। যদিও বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে তবে তাতে গরম কমার কোন সম্ভাবনা এখন নেই। আজ মৌসম ভবন পূর্বাভাস দিয়েছে, দেশের মূল ভূখণ্ডেই বর্ষা আসার দিন পিছিয়েছে আগামী ৬ জুন পর্যন্ত। সাধারণত জুনের ১ বা ২ তারিখ কেরলে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ঢুকে পড়ে। কিন্তু এবছর তা পিছিয়ে গিয়েছে প্রায় ৫ দিন। এখন দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু আরব সাগরের একেবারে দক্ষিণাংশ, বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিমাংশ, আন্দামান সমুদ্রের দক্ষিণ পূর্বাংশ এবং আন্দামান–নিকোবর দ্বীপপুঞ্জের পূর্বমধ্যাংশে অবস্থান করছে। আগামী তিন দিনের মধ্যে আরব সাগরের আরও গভীরে তা ছড়িয়ে পড়বে। তাই আগামী কয়েকদিন উত্তরপূর্বের রাজ্যগুলি এবং দক্ষিণে উপদ্বীপ প্রান্তে তুমুল ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিকে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্তের জন্য গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় মাঝারি বৃষ্টি হতে পারে বলেও ঐ পূর্বাভাসে বলা হয়েছে। অতএব গরম থেকে রেহাই পেতে তথা বর্ষার জন্য আরও বেশ কদিন অপেক্ষা করতেই হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here