উৎকন্ঠার পারদ চড়ছে,সকাল ৮টা থেকে গণনা শুরু

0
982

ডেটলাইন ওয়েব ডেস্কঃ রাত পার হতে যে টুকু। কাউন্ট ডাউন চলছে। বাড়ছে উৎকন্ঠা। সকাল ৮টা থেকে ভোট গণনা শুরু। বেলা ১২টার মধ্যেই ফলের আভাস পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে। গণনা কেন্দ্র ঘিরে ১৪৪ ধারা জারি থাকছে। থাকছে ত্রিস্তর নিরাপত্তা ব্যবস্থাও। ইভিএমের সঙ্গে ভিভিপ্যাটের গণনায় ফারাক হলে, ভিভিপ্যাটের ফলই চূড়ান্ত ধরা হবে। সব মিলিয়ে ১৫৫ জন পর্যবেক্ষক থাকছেন। ১৪৭ জন থাকবেন ৪২টি লোকসভা কেন্দ্রের জন্য, ৮ জন বিধানসভার উপনির্বাচনের জন্য। ৪২টি লোকসভা কেন্দ্রের জন্য ৫৮টি গণনা কেন্দ্র থাকছে। বিধানসভা কেন্দ্র ২৯৪টি। মোট বুথ ছিল ৭৮,৭৯৯। গণনা কেন্দ্রে মোট হলের সংখ্যা ৩৭৯। কাউন্টিং টেবিল থাকছে ৪,৬৬৮টি। গণনা কেন্দ্রের ভেতরে সিসি টিভি ও ভিডিওগ্রাফির ব্যবস্থা থাকছে। স্ট্রংরুম পাহারায় থাকছে কেন্দ্রীয় বাহিনী। যে ৬টি বিধানসভার উপনির্বাচন হয়ে গেল তাতে সর্বোচ্চ ২৪ রাউন্ড ও সর্বনিম্ন ১৪ রাউন্ড পর্যন্ত গণনা হবে। ইসলামপুর ও কান্দি বিধানসভায় সর্বোচ্চ ২৪ রাউন্ড গণনা হবে। হবিবপুর ও ভাটপাড়া বিধানসভায় সর্বনিম্ন ১৪ রাউন্ড। এই ৬টি বিধানসভা কেন্দ্রের গণনার জন্য ১২০টি টেবিল, ৯টি হল থাকছে। বুথ ছিল ১,৪৬৫। পোস্টাল ব্যালট দিয়ে গণনা শুরু করা হবে। ইলেকট্রনিক্যালি ট্রান্সমিটেড পোস্টাল ব্যালট সিস্টেম (‌ইটিবিপিএস)‌–এর মাধ্যমে সার্ভিস ভোটাররা ভোট দিয়েছেন। তাও গণনা হবে। ‘‌কিউআর’ কোড স্ক্যান করা হবে। ভিভিপ্যাট গুনতে লাগবে ১০–‌১২ ঘণ্টা। গণনা চলাকালীন ইভিএমে সমস্যা দেখা দিলে ভিভিপ্যাট গণনা শুরু হবে। প্রত্যেক রাউন্ডের ফলাফল জানানো হবে। ভিভিপ্যাটের ক্ষেত্রে ২৫টি করে বান্ডিল করা হবে। গণনাকর্মী থাকছেন প্রায় ২৫ হাজার। ৮২ কোম্পানিকেন্দ্রীয় বাহিনী থাকবে। সকাল ৭টা ‌৩০ মিনিটে স্ট্রং রুম খোলা হবে প্রার্থী, রাজনৈতিক দলের প্রতিনিধি, রিটার্নিং অফিসার ও পর্যবেক্ষকদের সামনে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here