আমেঠির সঙ্গে কেরালাতেও প্রার্থী হচ্ছেন রাহুল গান্ধী

0
2563

ডেটলাইন ওয়েব ডেস্কঃ প্রত্যাশা মতোই কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী একসঙ্গে দুটি কেন্দ্র থেকে আসন্ন লোকসভা নির্বাচনে লড়তে চলেছেন। কংগ্রেসের পক্ষে আজ এক সাংবাদিক বৈঠকে জানানো হয়েছে, উত্তর প্রদেশের আমেঠির পাশাপাশি কেরলের ওয়াইনাড় থেকেও কংগ্রেস সভাপতি লড়বেন। উল্লেখ্য, তিনবার উত্তরপ্রদেশের আমেঠি থেকে সাংসদ নির্বাচিত হয়েছেন রাহুল। গতবার আমেঠিতে তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন বিজেপি নেত্রী তথা কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। স্মৃতি ইরানি এবারেও রাহুলের প্রতিদ্বন্দ্বিতা করছেন। কিন্তু রাহুলের কাছে পরাজিত হলেও বিজেপি তাকে রাজ্যসভায় পাঠায় এবং তিনি মন্ত্রী হন। এরপর থেকেই তিনি নিজের সাংসদ তহবিলের অধিকাংশ টাকাই ব্যয় করেছেন আমেঠিতে। তাই মনে করা হচ্ছে, এই কেন্দ্রে এবার রাহুলের লড়াইটা কঠিন।  স্মৃতি ইরানি ইতিমধ্যেই হুঙ্কার ছেড়েছেন, আমেঠি থেকে রাহুলের বিদায় ঘণ্টা বাজাবেন। তাই আরেকটি আসন খুঁজছেন কংগ্রেস সভাপতি, যেখানে জয় নিশ্চিত হবে৷ যদিও কংগ্রেস নেতারা এই অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছেন,আমেঠি থেকেও এবারও জিতবেন রাহুল। আর দক্ষিণ ভারতের কংগ্রেস কর্মীদের উৎসাহদানের জন্যই  কেরলের ওয়াইনাড়  কেন্দ্রেও তিনি প্রার্থী হচ্ছেন। উল্লেখ্য, ২০০৯ সাল থেকে ওয়াইনাড় আসন থেকে জিতে আসছে কংগ্রেস। এখানে মূলত বামদের সঙ্গেই কংগ্রেসের লড়াই হবে বলে মনে করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here