দুর্গাপুর বইমেলার উদ্বোধন করলেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়

0
780

ডেটলাইন দুর্গাপুরঃ কলকাতা বইমেলা থেকে অনুপ্রাণিত হয়ে এবার দুর্গাপুর বইমেলা শুরু করা হল। দুর্গাপুর পুরসভার উদ্যোগে প্রথম এই বইমেলার আজ উদ্বোধন করলেন বিশিষ্ট সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। পুরসভার পক্ষ থেকে তাঁকে এদিন নাগরিক সংবর্ধনাও দেওয়া হল।

সিধু-কানু ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত বইমেলায় মোট ৬০টি স্টল রয়েছে। কলকাতাসহ বিভিন্ন জেলার প্রকাশনা সংস্থা এখানে এসেছে। রয়েছে হিন্দি ও উর্দু প্রকাশনা সংস্থাও। শীর্ষেন্দু মুখোপাধ্যায় ছাড়াও বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী মলয় ঘটক,মেয়র দিলীপ অগস্তি,ডেপুটি মেয়র অনিন্দিতা মুখোপাধ্যায়,রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক তথা বিশিষ্ট লেখক ড.সুশীল ভট্টাচার্য,বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল প্রমুখ। দুর্গাপুর পুরসভার উদ্যোগে আয়োজিত এই বইমেলা উপলক্ষে আজ দুপুরে সিটি সেন্টারের সৃজনী পেক্ষাগৃহ থেকে সিধু-কানু ইন্ডোর স্টেডিয়াম পর্যন্ত এক পদযাত্রার আয়োজন করা হয়েছিল। পদযাত্রায় অংশ নেন শহরের সাহিত্য ও সংস্কৃতি জগতের বেশ কিছু ব্যক্তিত্ব। মেলা চলবে ২৮ মার্চ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here