ভোটের ঘন্টা বাজল দেশে

0
874

ডেটলাইন নয়াদিল্লিঃ প্রত্যাশার অবসান। অবশেষে ভোটের ঘন্টা বাজল। রবিবার বিকেলে নয়াদিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠকে দেশের মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা সপ্তদশ লোকসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করলেন। ভোট হবে মোট সাত দফায়। ভোট শুরু হবে ১১ এপ্রিল এবং শেষ হবে ১৯ মে। গণনা হবে ২৩ মে। পশ্চিমবঙ্গেও সাত দফায় নির্বাচন হবে। প্রতি দফাতেই এরাজ্যে ভোট রয়েছে। ভোট ঘোষণার সঙ্গেই দেশজুড়ে কার্যকর হয়ে গেল নির্বাচনী আচরণবিধি। মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা জানিয়েছেন, সুষ্ঠু ও অবাধ নির্বাচন সুনিশ্চত করতে বদ্ধপরিকর কমিশন। এবার সারা দেশে প্রায় ৯০ কোটি ভোটার আছেন। এদের মধ্যে নতুন ভোটারের সংখ্যা এবার দেড় কোটি। তিনি আরও জানিয়েছেন, সমস্ত ভোটকেন্দ্রে ভিভিপ্যাট ব্যবহার করা হবে এবং এবারই প্রথম প্রার্থীদের ছবি থাকবে ইভিএমে।

দেখে নিন কবে কোথায় ভোটঃ

প্রথম দফার ভোট ১১ এপ্রিলঃ ২০টি রাজ্যের ৯১টি আসনের সঙ্গে এরাজ্যের ২টি আসনে ভোট হবে।
দ্বিতীয় দফার ভোট ১৮ এপ্রিলঃ ১৩টি রাজ্যের ৯৭টি আসনের সঙ্গে এরাজ্যের ৩টি আসনে ভোট হবে।
তৃতীয় দফার ভোট ২৩ এপ্রিলঃ ১৪টি রাজ্যের ১১৫টি আসনের সঙ্গে এরাজ্যের ৫টি আসনে ভোট হবে।
চতুর্থ দফার ভোট ২৯ এপ্রিলঃ ৯টি রাজ্যের ৭১টি আসনের সঙ্গে এরাজ্যের ৮টি আসনে ভোট হবে।

পঞ্চম দফার ভোট ৬ মেঃ ৭টি রাজ্যের ৫১টি আসনের সঙ্গে এরাজ্যের ৭টি আসনে ভোট হবে।
ষষ্ঠ দফার ভোট ১২ মেঃ ৭টি রাজ্যের ৫৯টি আসনের সঙ্গে পশ্চিমবঙ্গের ৮টি আসনে ভোট হবে।
সপ্তম তথা শেষ দফার ভোট ১৯ মেঃ ৮টি রাজ্যের ৫৯টি আসনের সঙ্গে এরাজ্যের ৯টি আসনেও ভোট। গণনার দিন ২৩ মে।  উল্লেখ্য,৩ জুন ষোড়শ লোকসভার মেয়াদ শেষ হচ্ছে। তার আগে ২৭ মে’র মধ্যে নির্বাচন প্রক্রিয়া শেষ করতে চায় নির্বাচন কমিশন। লোকসভার পাশাপাশি অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, সিকিম, অরুণাচল প্রদেশের বিধানসভার ভোটও অনুষ্ঠিত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here