ধেয়ে আসছে ঝড়,বজ্রপাতসহ বৃষ্টি

0
1116

ডেটলাইন ওয়েব ডেস্কঃ শীত প্রায় বিদায় নিয়েছে। এবার তাপমাত্রা ক্রমশ বৃদ্ধির পালা। এসময় বঙ্গে কালবৈশাখীর দেখা মেলে। যদিও আবহাওয়াবিদরা জানিয়েছেন,এখনই রাজ্যে কালবৈশাখীর কোন সম্ভাবনা নেই। তবে অন্য কারনে এরাজ্যে আসতে চলেছে ঝড় বৃষ্টি। পশ্চিম হিমালয়ের উপর কয়েকদিন আগেই একটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা এসেছিল। উত্তর ভারত অতিক্রম করে ওই ঝঞ্ঝাটি এবার পূর্ব ভারতের দিকে অগ্রসর হচ্ছে। এজন্য পশ্চিমবঙ্গ ছাড়াও ঝাড়খণ্ড ও উত্তর ওড়িশায় ঝড়-বৃষ্টি হবে। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের ডেপুটি ডিরেক্টর জেনারেল সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বঙ্গোপসাগরে একটি উচ্চচাপ বলয় তৈরি হওয়ায় বেশি পরিমাণে জলীয় বাষ্প বায়ুমণ্ডলে ঢুকছে। উল্টোদিক থেকে পূর্ব ভারতের দিকে এগিয়ে আসছে এই পশ্চিমী ঝঞ্ঝাটি। দুটি বিপরীত ধর্মী বাতাসের ধাক্কায় বজ্রমেঘ তৈরি হয়ে আগামী কয়েকদিন ধরে রাজ্যে ঝড়-বৃষ্টি চলবে। বজ্রমেঘের সঞ্চার হয়ে মাঝে মাঝে ঝড়-বৃষ্টি হবে বিভিন্ন জেলার নানা জায়গায়। সঙ্গে বজ্রপাতও। আজ, রবিবার পশ্চিমাঞ্চল অর্থাৎ বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও পূর্ব-পশ্চিম বর্ধমান জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া সোমবার থেকে কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অন্যত্রও এরকম পরিস্থিতি তৈরি হবে।  এমনটাই খবর আবহাওয়া দফতরের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here