কাল রাজ্যে মোদির দুটি সভা

0
846

ডেটলাইন দুর্গাপুরঃ  কাল শনিবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রথম সভাটি হবে কলকাতার ঠাকুরনগরে। এবিষয়ে আজ দুর্গাপুরে এক সাংবাদিক সম্মেলনে বিজেপির কেন্দ্রীয় কমিটির সম্পাদক রাহুল সিনহা বলেন,ঠাকুরনগরের সভাটি অরাজনৈতিক। সেখানে প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেবে সারা ভারত মতুয়া সমিতির পক্ষ থেকে। এরপরই তিনি দুর্গাপুরে আসবেন। দুপুর দেড়টা নাগাদ প্রধানমন্ত্রীর এখানকার সভায় আসার কথা।

রাহুল সিনহা জানান,দুর্গাপুরের সভাটি অবশ্যই রাজনৈতিক। প্রসঙ্গত,এরাজ্যে আগে এলেও দুর্গাপুরে এই প্রথম নরেন্দ্র মোদির সভা হচ্ছে। প্রয়াত ইন্দিরা গান্ধীর পর দীর্ঘ ৩৬ বছর পর দুর্গাপুরে আবার কোন প্রধানমন্ত্রী জনসভা করতে আসছেন। তাই সবদিক থেকেই একটা বাড়তি আকর্ষন রয়েছে। সাংবাদিক সম্মেলনে এই সভা সবদিক থেকে সফল হবে বলে আশা করেন বিজেপির রাজ্য নেতারা। রাহুল সিনহা জানিয়ে ছেন,শুধু আসানসোল ও দুর্গাপুর নয়, জেলার বাইরের একাধিক জেলা থেকেও মানুষ প্রধানমন্ত্রীকে দেখতে আসবেন। তাই লক্ষ মানুষের সমাগম হবে। সঙ্গে  তিনি এটাও বলেছেন, সবাই যেন ভালোভাবে আসেন এবং সভা শেষে সবাই যেন ভালোভাবে বাড়িতে ফিরে যায়। রাহুল ছাড়াও সাংবাদিক সম্মেলনে ছিলেন রাজ্য বিজেপির সম্পাদক সায়ন্তন বসুও। মোদির সভাস্থল নেহেরু স্টেডিয়াম এবং মিশ্র ইস্পাত স্টেডিয়াম যেখানে প্রধানমন্ত্রীর হেলিকপ্টার নামবে,সেই সমস্ত এলাকা পুরোপুরিভাবেই নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে। চারিদিকেই রয়েছে কড়া নজরদারি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here