ডেটলাইন ওয়েব ডেস্কঃ চলে গেলেন আয়রনম্যান, স্পাইডারম্যান, হাল্ক কমিকসের স্রষ্টা স্ট্যান লি। ৯৫ বছরের লি শিকাগোর শিনাই মেডিক্যাল সেন্টারে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মার্ভেল কমিকসের স্রষ্টা স্ট্যান লি বেশ কয়েক বছর ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। নিউমোনিয়া,চোখের সমস্যাসহ একাধিক রোগে ভুগছিলেন তিনি।
তাঁর মৃত্যুর খবর জানিয়েছেন তাঁর মেয়ে জে সি লি। মার্ভেল কমিকসের একগুচ্ছ সুপার হিরোর স্রষ্টা স্ট্যান লির লেখা সব কাল্পনিক চরিত্র বইয়ের পাতা থেকে সিনেমার পর্দায় চলে আসার পর থেকেই যেন বাস্তবের রূপ নিয়েছিল। সুপারম্যানদের চরিত্রগুলি জায়গা করে নিয়েছে সাধারন মানুষের মনে। সেকারনেই মানুষের মুখে মুখে ফেরে আয়রনম্যান, স্পাইডারম্যান, এক্সম্যান,হাল্ক থেকে থর এর মতো চরিত্ররা। ১৯৬১ সালে জ্যাক কিরবির সঙ্গে হাত মিলিয়ে মার্ভেল কমিকস লেখা শুরু করেন স্ট্যান লি। ফ্যান্টাস্টিক ফোর ছিল তাঁর প্রথম সৃষ্টি। তাঁর সৃষ্ট চরিত্রগুলি বইয়ের পাতা থেকে জায়গা করে নেয় সেলুলয়েডে। আর সেই জনপ্রিয়তাই যেন ক্রমশ মিথে পরিণত হয়। স্ট্যান লির হাতে প্রথম সুপারহিরো সিরিজ ফ্যান্টাস্টিক ফোর। ১৯৬১ সালে আত্মপ্রকাশ করে এই চার সুপারহিরো। সহকর্মী জ্যাক কিরবির সঙ্গে মিলে এদের তৈরি করেন স্ট্যান লি। ১৯৬২ সালে আত্মপ্রকাশ করে স্পাইডারম্যান। ক্রমে স্ট্যান লির হাত ধরে কমিকসের দুনিয়ায় সেরার স্থানটি দখল করে মার্ভেল কমিকস। আজ যা ইতিহাস।