সিটি সেন্টারে রেঁস্তোরায় আগুন

0
849

ডেটলাইন দুর্গাপুরঃ আজ দুপুরের দিকে হঠাৎই আগুন লাগে সিটি সেন্টারে সুহট্ট মলের সামনে থাকা একটি রেঁস্তোরায়। চিমনি থেকে ধোঁয়া বের হতে দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে রেঁস্তোরার কর্মীদের মধ্যে। জানা গেছে, রেস্তোরাঁয় দীর্ঘদিন যাবৎ কিচেনে যে চিমনি থাকে তা পরিষ্কার করা হয়নি। দমকলের এক আধিকারিক জানান,নিয়ম হল ৬ মাসের মধ্যে অন্তত একবার চিমনি পরিস্কার করা উচিৎ। সে কারনেই আগুন লেগেছে। কিচেনের বেশ কিছুটা অংশ পুড়ে যায়। চিমনির ভেতর দিয়ে আগুন ছড়ানোর আগেই রেঁস্তোরার কর্মীরাই তাদের অগ্নি নির্বাপক সরঞ্জাম দিয়ে তা নিভিয়ে দেয়। এরপর দমকলের একটি ইঞ্জিন এসে কিছুক্ষনের মধ্যে সম্পূর্ণভাবেই আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে। জানা গেছে,ঘটনায় তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি। তবে,আগুনের দাপট বেশি হলে বড় ধরনের বিপদ ঘটতে পারত। কারন,ঐ রেঁস্তোরার একদম গা ঘেঁষেই রয়েছে পেট্রোল পাম্প। সেদিক থেকে বলা যায়,বড় ধরনের অগ্নিকান্ড থেকে রক্ষা পেল শহরের প্রানকেন্দ্র।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here