ডেটলাইন দিল্লিঃ ১৯৪৩ সালের ২১ অক্টোবর ঠিক আজকের দিনেই সিঙ্গাপুরে পরাধীন ভারতে সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠিত হয়েছিল। ইংরেজদের হাত থেকে দেশ স্বাধীন করার জন্য নেতাজীর আজাদ হিন্দ ফৌজ যে ঐতিহাসিক লড়াই করেছিল, তাঁর স্মৃতিতে আজ সেই আজাদ হিন্দ ফৌজ সরকারের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে দিল্লির লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে এদিন লালকেল্লার ভেতর নেতাজী সুভাষচন্দ্র বসুর স্মৃতিতে একটি সংগ্রহশালার উদ্বোধন করা হয়। সংগ্রহশালায় রয়েছে আজাদ হিন্দ ফৌজের ইতিহাস, নেতাজীর ব্যবহৃত নানা জিনিসসহ ভারতের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত নানা চিহ্ন ও স্মারক। এখানে অ্যানিমেশন ও উচ্চ প্রযুক্তির আলো ও শব্দের মাধ্যমে তুলে ধরা হবে নেতাজী ও ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস। এই অনুষ্ঠানে অন্যদের সঙ্গে উপস্থিত ছিলেন আজাদ হিন্দ বাহিনীর বেশ কয়েকজন সদস্যও। তাদের বিশেষ সম্মান জানানো হয় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। এই প্রথম আজাদ হিন্দ সরকারের স্মৃতিতে এ ধরনের কোনও অনুষ্ঠানের আয়োজন করল কেন্দ্রীয় সরকার। প্রসঙ্গত উল্লেখ্য,নেতাজীর সেই আজাদ হিন্দ সরকারকে সমর্থন জানিয়েছিল জাপান, জার্মান,ইতালিসহ আরও বেশ কয়েকটি দেশ। স্বাধীনতা আন্দোলনের সময় আজাদ হিন্দ ফৌজের সঙ্গে যুক্ত থাকার অপরাধে এই লাল কেল্লার ভেতরেই আজাদ হিন্দ ফৌজের তিন অফিসার কর্নেল প্রেম সায়গল, কর্নেল গুরুবখশ সিংহ ধিলোঁ এবং মেজর জেনারেল শাহনওয়াজ খানের বিচার হয়েছিল। আজ ৭৫ বছর পর নেতাজীর গড়া সেই সরকারকে সম্মান দিল ভারত সরকার। নিঃসন্দেহে এটাও দেশবাসীর কাছে এক ঐতিহাসিক দিন।