ডেটলাইন দুর্গাপুর,২৮ সেপ্টেম্বরঃ দুর্গাপুরের অঙ্গদপুর-রাতুরিয়া শিল্পতালুকের শ্যাম ফেরো অ্যালয় নামে এক বেসরকারি কারখানায় কর্মরত অবস্থায় দুর্ঘটনায় প্রান হারান জগেন্দ্র সাউ (৪১) নামে এক শ্রমিক। কোকওভেন থানার অন্তর্গত হিন্দ কলোনীর বাসিন্দা ঐ শ্রমিক গত ৩ সেপ্টেম্বর রাতের শিফটে কাজ করার সময় হঠাৎই প্রায় ১ টনের একটি চুনের বস্তা তার উপর পড়ে যায়। কিছুক্ষনের মধ্যেই তাকে বেসরকারি একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। পরিবারের কর্তার এই অপমৃত্যুর ঘটনায় অথৈ জলে পড়ে যায় পরিবারটি। দুই মেয়ে এবং এক ছেলেকে নিয়ে ঐ শ্রমিকের পরিবারটির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে। তৃণমূল শ্রমিক সংগঠনের নেতারা অবশ্য ঐ পরিবারের পাশে ছিলেন। কারখানা কর্তৃপক্ষের কাছে তারা ক্ষতিপূরণের জন্য যে আবেদন করেছিলেন তাতে তারা সারা দেয়। অবশেষে আজ মৃত শ্রমিকের পরিবারের হাতে ৭ লক্ষ টাকার চেক তুলে দিলেন জেলা আইএনটিটিইউসির সভাপতি বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল। স্থানিয় কাউন্সিলার স্বরুপ মন্ডল,কাউন্সিলার আলো সাঁতরা,মেয়র পারিষদ ধর্মেন্দ্র যাদব এবং কারখানার আধিকারিকরাও এখানে উপস্থিত ছিলেন। বিশ্বনাথ জানান,কারখানা কর্তৃপক্ষকে শ্রমিকদের সব রকম সুরক্ষার ব্যবস্থা করতে যেমন বলা হয়েছে। তেমনই দুর্ঘটনায় মৃত শ্রমিকের পরিবার যাতে উপযুক্ত ক্ষতিপূরণ পায় সেদিকেও নজর রেখে চলেছে আইএনটিটিইউসি।