৪২ এ ৪২ পাবঃ দুর্গাপুরে দাবি মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের

0
962

ডেটলাইন দুর্গাপুরঃ মিডিয়ার পক্ষ থেকে ছুটে আসছিল একাধিক প্রশ্ন। আর তার জবাব দিতে গিয়েই রাজ্য মহিলা তৃণমূলের সভানেত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য দৃঢ়তার সঙ্গেই দাবি করলেন,’বিজেপি কোন সমস্যাই নয়। আসন্ন লোকসভা নির্বাচনে ৪২টির মধ্যে ৪২টিই আসন পাব আমরা।‘ রবিবার দুর্গাপুরের গোপালমাঠে আয়োজিত দুর্গাপুর জেলা শিল্পাঞ্চল মহিলা তৃণমূল কংগ্রেসের তৃতীয় বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত হয়েছিলেন মহিলা তৃণমূল কংগ্রেসের রাজ্য সভানেত্রী তথা রাজ্যের স্বাস্থ্য মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। রাজ্যে একের পর এক ডেঙ্গুতে মৃত্যু প্রসঙ্গে মন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি জানান,এবিষয়ে সরকার কড়া নজর রেখে চলেছে। সরকারী চিকিৎসা পরিষেবাও চলছে। মহিলাদের সভায় চন্দ্রিমা ভট্টাচার্য একদিকে যেমন মহিলা সংগঠনকে শক্তিশালী করার জন্য দলের কর্মীদের নির্দেশ দেন তেমনই অন্যদিকে তাঁর ভাষনে তীব্র ভাষায় বিজেপির সমালোচনা করেন। তিনি অভিযোগ করে বলেন বিজেপি সাম্প্রদায়িক দাঙ্গার সৃষ্টি করছে,মানুষের মধ্যে ভেদাভেদ তৈরী করছে। পাশাপাশি তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পগুলি মানুষের সামনে তুলে ধরার নির্দেশ দেন কর্মীদের। সভায় অন্যদের মধ্যে ছিলেন সংগঠনের কার্যকরী সভানেত্রী মালা দাস,দুর্গাপুরের সাংসদ মমতাজ সংঘমিতা চৌধুরী,জেলা মহিলা তৃণমূলের সভানেত্রী মিনতি হাজরা,স্বাস্থ্য দফতরের মেয়র পরিষদ সদস্য রাখি তেওয়ারী,অঙ্কিতা চৌধুরী,প্রভাত চট্টোপাধ্যায়,রমাপ্রসাদ হালদার,জেলা সভাপতি ভি শিবদাসন,কার্যকরী সভাপতি উত্তম মুখোপাধ্যায়,গলসীর বিধায়ক অলক মাজিসহ অন্যান্য নেতারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here