ডেটলাইন ওয়েব ডেস্কঃ বিজ্ঞান ও প্রযুক্তির হাত ধরে আমরা অনেক কিছুই এখন করতে পারছি যা আগে কখনই আমরা ভাবতে বা কল্পনাও করতে পারি নি। অথব চিন্তার মধ্যে ছিল কেউ যদি আমাদের কাজকর্মগুলি করে দিতে পারত। সেই কেউ মানে কিন্তু মানুষ নয়, সে হবে যন্ত্র মানব। এখন বিজ্ঞানের ধারাবাহিক উন্নয়নে সেই ভাবনা অনেকটাই বাস্তবায়িত হয়ে উঠছে। যেমন রোবটরা এখন অনেক কাজই করে দিচ্ছে। এমনকি চিকিৎসাক্ষেত্রেও রোবটিক প্রযুক্তির ব্যবহার বাড়ছে। বিশেষ করে অস্ত্রোপচারে প্রচলিত পদ্ধতির তুলনায় ক্রমে দক্ষ হয়ে উঠছে রোবট। কৃত্রিম হার্ট ট্রান্সপ্লান্ট ও গ্যাস্ট্রো রোবটিক সার্জারি প্রযুক্তি নিয়ে সম্প্রতি এক সেমিনারে এ তথ্য তুলে ধরেন দেশের বিশেষজ্ঞরা। এতে অংশ নেন ভারতের বেঙ্গালুরুর নারায়না স্বাস্থ্য বিভাগের কার্ডিওথোরাসিক সার্জন বরুণ শেঠি ও আশ্বিন কুমার কুদারি প্রমূখ। সেমিনারে বিশেষজ্ঞরা হার্ট ট্রান্সপ্লান্ট ও কৃত্রিম হার্টের বিষয়বস্তু তুলে ধরেন। তারা বলেন, এখনকার রোবটিক প্রযুক্তিতে রোবটের অনেকগুলো বাহু থাকে। একেকটি বাহু একেক রকম কাজ করে। রোবটিক প্রযুক্তি ব্যবহারে অস্ত্রোপচার করা হলে কাটাছেঁড়া ও রক্তক্ষরণ কম হয়। এ ছাড়া রোগী দ্রুত সুস্থ হয়ে ওঠে। তবে এ ধরনের প্রযুক্তি এখনো স্বয়ংসম্পূর্ণ নয়। আরও গবেষণা চলছে।